ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

পাথিরানাকে টেস্ট থেকে দূরে থাকার পরামর্শ ধোনির

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৮ মে ২০২৩ ০১:৪৫

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ অ্যাকশন, গতি, বৈচিত্র এবং ধারাবাহিকতায় শ্রীলংকা ক্রিকেটকে বড় স্বপ্ন দেখাচ্ছেন মাথিসা পাথিরানা। লঙ্কান গ্রেট মালিঙ্গার নতুন এই ভার্সনকে নিয়ে এবার মন্তব্য করেছেন ক্রিকেট দুনিয়ার অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। 

আইপিএলে ধোনির দল চেন্নাইয়ের হয়ে খেলছেন পাথিরানা। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৫ রানে ৩ উইকেট এই তরুণের জন্য নিশ্চয়ই বড় কিছু। তার বোলিং এবং সামর্থ্যের প্রতি আস্থা রাখছেন ধোনি। একই সাথে দিয়েছেন গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ। 

এম.এস.ধোনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, সে এমন একজন যার টেস্ট ক্রিকেট খেলা উচিত হবে না। আমার মনে হয়, তার লাল বলের ধারে কাছেই যাওয়া উচিত নয়। এমনকি তার ৫০ ওভারের ক্রিকেটও যত সম্ভব কম খেলানো উচিত।’

পাথিরানার যত্ন নিলে আইসিসি ইভেন্টে এই বোলার হতে পারে শ্রীলংকার স্বপ্ন জয়ের কারন। তাই বিশেষ যত্নও নিতে বলেছেন পাথিরানার প্রতি। একই সাথে তাকে বড় টূর্ণামেন্টেই কেবল ব্যবহার করার পরামর্শ দিয়েছেন ধোনি। 

ধোনি বলেন, ‘তাকে আইসিসির ইভেন্টগুলো খেলানো উচিত। কারণ সে এমন একজন, যে (কম খেললে) খুব বেশি বদলে যাবে না। সে খুব অল্পে প্রভাব রাখতে পারে, সুতরাং তাকে সবসময় গুরুত্বপূর্ণ সময়ে ব্যবহার করা উচতি।’

পাথিরানার বোলিং অ্যাকশনে মুগ্ধ হয়েছেন ধোনি। বলেছেন,  ‘যাদের বোলিং স্টাইল ভিন্ন, তাদের খেলা একটু কঠিন। এই ফরম্যাটে আবার বোলারদের ওপর চড়াও হতে হয়, সেকারণে তাকে খেলা আরও কঠিন হয়ে পড়ে। এটা ওর বোলিং অ্যাকশনের কথা বললাম, ওর বলের গতি, বৈচিত্র, ধারাবাহিকতা তো আছেই। এগুলো ওকে খুব বিশেষ করে তুলেছে। সে কী পরিমাণ ক্রিকেট খেলছে এর ওপর নজর রাখা খুব জরুরি।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আইপিএলের নিলামে মাহমুদউল্লাহসহ ৬ বাংলাদেশি

সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে স্থান পেয়েছেন দ্য ফিজ

একনজরে আইপিএলের ১০ দলের চূড়ান্ত স্কোয়াড

শেষ হয়েছে আইপিএলের মিনি নিলাম। দশ দলের অংশগ্রহনে হতে যাওয়া লিগে দলগুলো এখন পূর্ণ শক্ত...

গুজরাট থেকে মুম্বাইয়ে হার্দিক, আইপিএল ইতিহাসে সেরা...

মুম্বাইকে পেতে মরিয়া হয়ে রয়েছে মুম্বাই কর্তৃপক্ষ। তবে হার্দিককে পেতে যথেষ্ট অর্থ নেই...