ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

মুস্তাফিজ নয়, মুস্তাফিজকেই পড়ছে ব্যাটাররা!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৩ ১৫:৪৬

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ নেটে কয়েক বল করতেই চন্ডিকা হাথুরুসিংহের মন জয় করেছিল মুস্তাফিজুর রহমান। এরপর একপ্রকার নির্বাচকদের বিপক্ষে গিয়েই ফিজকে দলে নিয়েছিলেন হাথুরু। প্রতিদান দিতে ভুল করেন নি সাতক্ষীরার সন্তান। বিশ্বকে জানান দিয়েছিলেন হতে এসেছি বিশ্বসেরা। 

 

ব্যাটারদের মন পড়তে জানতেন বলেই সফল হয়েছিলেন বাইশ গজে। তবে এখন মুস্তাফিজ সেটা পারেন না, অবশ্য ব্যাটাররাই এখন পড়তে পারেন মুস্তাফিজকে। কখন কোন লেন্থে কাটার দিবেন সেটি যেন পরীক্ষার হলে প্রশ্ন কমনের মতই ব্যাটারদের কাছে। 

 

চলতি আইপিএলে ভাড়া বিমানে মুস্তাকে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস ম্যানেজম্যান্ট। প্রথম তিন ম্যাচে সুযোগ না হলেও পরের দুই ম্যাচে ছিলেন মূল একাদশে। তবে এই দুই ম্যাচেই শতভাগ ব্যর্থ বাংলার এই পেসার। 

 

নিজের প্রথম ম্যাচে শেষ ওভারে দিয়েছিলেন ১৫ রান। যখন প্রতিপক্ষ মুম্বাইয়ের প্রয়োজন ১২ বলে ২০ রান। তার চিন্তাহীন বোলিংয়ে সহজেই বল সীমানা ছাড়া করেছিল প্রতিপক্ষ দুই ব্যাটার। ম্যাচে ৪ ওভারে ৩৮ রান দিয়েছিলেন টাইগার পেসার।

 

নিজের দ্বিতীয় ম্যাচেও তিন ওভারে ৪১ রান দিয়ে থাকেন উইকেটশূন্য। দিল্লির বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে ছিলেন ফিজ।

 

মুস্তাফিজের এমন পারফরম্যান্স চলমান থাকলে যে কোন সময় বাদ পড়তে পারেন জাতীয় দল থেকেই। 

 

নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আইপিএলের নিলামে মাহমুদউল্লাহসহ ৬ বাংলাদেশি

সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে স্থান পেয়েছেন দ্য ফিজ

একনজরে আইপিএলের ১০ দলের চূড়ান্ত স্কোয়াড

শেষ হয়েছে আইপিএলের মিনি নিলাম। দশ দলের অংশগ্রহনে হতে যাওয়া লিগে দলগুলো এখন পূর্ণ শক্ত...

গুজরাট থেকে মুম্বাইয়ে হার্দিক, আইপিএল ইতিহাসে সেরা...

মুম্বাইকে পেতে মরিয়া হয়ে রয়েছে মুম্বাই কর্তৃপক্ষ। তবে হার্দিককে পেতে যথেষ্ট অর্থ নেই...