ঢাকা | শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

কলকাতার একাদশে লিটনের জায়গা দেখছেন না শেবাগ-পোলক

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৩ ১৫:৫৯

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ আইপিএলের এবারের আসরে কলকাতা নাইট রাইডার্স দলে রয়েছেন লিটন দাস। বাংলার এই ক্রিকেটারকে নিয়ে উচ্ছ্বাসিত ফ্র্যাঞ্চাইজিটি। তবুও একাদশে লিটনের থাকা নিয়ে রয়েছে যথেষ্ট শঙ্কা। কেননা নাইট রাইডার্স শিবিরে একই পজিশনে রয়েছেন আরও দুই ব্যাটার।  এদিকে আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ ও ইংল্যান্ডের জেসন রয়কে টেক্কা দিয়ে লিটনের একাদশে সুযোগের সম্ভাবনা খুব একটা দেখছেন বীরেন্দ্রর শেবাগ। 


শেবাগ বলেন, ‘আমার মতে, এ মুহূর্তে গুরবাজের জায়গায় লিটনকে খেলানো ঠিক হবে না। আগে গুরবাজকে অন্তত ৭ ম্যাচ দেখা উচিত। এরপর সুযোগ থাকলে বাকি ম্যাচে লিটনকে সুযোগ দেওয়া উচিত।’

লিটনের সুযোগ না দেখলেও রয়কে নেয়া যেতে পারে বলে মনে করেন শেবাগ। তিনি বলেন, ‘গুরবাজের জায়গায় রয়কে নেওয়া যেতে পারে। কিংবা তাকে ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবেও খেলানো যেতে পারে।’

এদিকে শেবাগের কথার সঙ্গে সুর মিলিয়েছেন শন পোলক। সাউথ আফ্রিকার অলরাউন্ডারের মতে গুরবাজের পর দলটির দ্বিতীয় পছন্দ জেসন রয়।  

পোলক বলেন, ‘আমাদের আসলে অপেক্ষা করতে হবে। সেরা দুইয়ে আমি আসলে রয়কে দেখছি। সে বর্তমানে স্কোয়াডের সঙ্গে আছে। তারা তাকে খেলাবে? যদিও সে নিজের সেরা ছন্দে নেই। সে বাংলাদেশের হয়ে কিছু রান করেছে। সে খুব বেশি দূর যেতে পারেনি।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আইপিএলের নিলামে মাহমুদউল্লাহসহ ৬ বাংলাদেশি

সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে স্থান পেয়েছেন দ্য ফিজ

একনজরে আইপিএলের ১০ দলের চূড়ান্ত স্কোয়াড

শেষ হয়েছে আইপিএলের মিনি নিলাম। দশ দলের অংশগ্রহনে হতে যাওয়া লিগে দলগুলো এখন পূর্ণ শক্ত...

গুজরাট থেকে মুম্বাইয়ে হার্দিক, আইপিএল ইতিহাসে সেরা...

মুম্বাইকে পেতে মরিয়া হয়ে রয়েছে মুম্বাই কর্তৃপক্ষ। তবে হার্দিককে পেতে যথেষ্ট অর্থ নেই...