ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

দলের জন্য ওয়ার্নারের স্বার্থত্যাগ!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৭ মে ২০২২ ০০:৪৩

ডেভিড ওয়ার্নার৷ ছবি সংগৃহীত ডেভিড ওয়ার্নার৷ ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: `বাচ্চারা আমাকে জিজ্ঞেস করে আমি কেন বাটলারের মত শতক করতে পারি না' এমন কথা অনেকটা বিষাদের সূরে বলেছিলেন দিল্লি ক্যাপিট্যালসের উদ্বোধনী ব্যাটার ডেভিড ওয়ার্নার৷ তবে সুযোগ পেয়েও সেঞ্চুরি করার চেয়ে দলের প্রতি দায়িত্ববোধের জায়গা থেকে খেলা চালিয়ে গেছেন এই ব্যাটার৷

আইপিএলে নিজের সাবেক দলের বিপক্ষে ৯২ রানে অপরাজিত থাকেন ওয়ার্নার৷ শেষ ওভারে সঙ্গী সুযোগ দিতে চাইলেও সেঞ্চুরির লোভে তা লুফিয়ে নেননি৷ কোন প্রকার চাপ ছাড়া রভম্যান পাওয়েলকে বড় শট খেলার পরামর্শ দিয়েছিলেন ওয়ার্নার। ম্যাচ শেষে এমনটাই জানিয়েছেন পাওয়েল।

শেষ ওভারে সকলেই আশা করেছিলেন ওয়ার্নারকে স্ট্রাইক দিবেন পাওয়েল৷ তবে উমরান মালিকের ওভারে প্রতি বলেই সজোড়ে ব্যাট চালিয়ে সফলও হয় এই ব্যাটার ৷তাতে ৯২ রানেই আটকে থাকে ওয়ার্নারের ইনিংস। খালি চোখে দেখে মনে হচ্ছিলো নিজে থেকেই ওয়ার্নারকে স্ট্রাইক দেননি পাওয়েল। তবে ম্যাচ শেষে ওয়েস্ট ইন্ডিজের এই মারকুটে ব্যাটার দিয়েছেন ভিন্ন তথ্য। সিঙ্গেল নিয়ে পাওয়েল স্ট্রাইক দিতে চাইলেও সেটা করতে না করেছিলেন ওয়ার্নার।

পাওয়েল বলেন, ‘শেষ দিকে আমি কিছুটা বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম (কী করা উচিত)… ডেভিড ওয়ার্নারকে জিজ্ঞেস করেছিলাম, ‘সিঙ্গেল নিয়ে তোমাকে সেঞ্চুরি করার সুযোগ দেব?’ সে আমাকে বলল, ‘ক্রিকেট এভাবে খেলা উচিত নয়।’ সে আমাকে বলল বড় শট খেলতে। আমি সেটিই চেষ্টা করেছি।’

ওয়ার্নার বলেন, ‘আমি তাকে বলেছিলাম, ‘যা কিছুই হোক না কেন, আমি দুই নেবই। তাতে রান আউট হলেও সমস্যা নেই।’ আমাদের প্রয়োজন ছিল দুইশর বেশি রান। আমি তাকে বলেছিলাম, সে স্ট্রাইকে থাকলে ২১০ রান হয়ে যেতে পারে আমাদের। আমার সেঞ্চুরি নাহয় হলোই না…।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

আইপিএলের নিলামে মাহমুদউল্লাহসহ ৬ বাংলাদেশি

সর্বোচ্চ ২ কোটি রুপির ভিত্তিমূল্যে স্থান পেয়েছেন দ্য ফিজ

একনজরে আইপিএলের ১০ দলের চূড়ান্ত স্কোয়াড

শেষ হয়েছে আইপিএলের মিনি নিলাম। দশ দলের অংশগ্রহনে হতে যাওয়া লিগে দলগুলো এখন পূর্ণ শক্ত...

গুজরাট থেকে মুম্বাইয়ে হার্দিক, আইপিএল ইতিহাসে সেরা...

মুম্বাইকে পেতে মরিয়া হয়ে রয়েছে মুম্বাই কর্তৃপক্ষ। তবে হার্দিককে পেতে যথেষ্ট অর্থ নেই...