ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

তরুণদের নিয়ে বিশ্বকাপের ব্যর্থতা ঘুচাতে চান বাটলার

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৩ ১০:৫৬

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বিশ্বচ্যাম্পিয়ন তকমা ধরে রাখার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে ইংল্যান্ডের। ভারত বিশ্বকাপে ৯ ম্যাচের ছয়টিতেই হেরেছে জস বাটলারের দল। এমন হারে অনেকেই সিনিয়র ক্রিকেটারদের দায় দেখছেন। বাস্তবিক অর্থে দলের সিনিয়ররা পারফর্ম করতে পারেননি সামর্থ্য অনুযায়ী। 

 

ইংল্যান্ড থেমে যাওয়ার দল নয়। তাই বড়সর একটা পরিবর্তন কল্পনা করেছিল সকলে। তার বাস্তবতা মিলেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘোষিত দলে। এই সিরিজে দল থেকে বাদ পড়েছেন বিশ্বকাপ স্কোয়াডের ৯ জন। 

তরুণ এই দল নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক বাটলার। তরুণদের নিয়ে দূর করতে চান বিশ্বকাপ ব্যর্থতা। 

বাটলার বলেছেন, 'এই দলে কয়েকজন সত্যিকারের দুর্দান্ত প্রতিভাবান রয়েছে। তরুণরা এখানে সুযোগ পেতে ও পারফর্ম করতে মুখিয়ে আছে। এর মধ্যে কয়েকজন ক্রিকেটার আছে যারা খুব বেশি ওয়ানডেতে খেলেনি। তবে তাদের টেস্ট খেলার ভালো অভিজ্ঞতা রয়েছে। তাই আন্তর্জাতিক ক্রিকেটে নতুন বলতে কিছু নেই। এটা দারুণ সংমিশ্রণ হয়েছে।'

বাটলার আরও বলেন, 'আমাদের একটি খারাপ টুর্নামেন্ট গিয়েছে। যেখানে আমরা দীর্ঘদিন (ওয়ানডেতে) ভালো অবস্থানে ছিলাম। দেখুন আমাদের কত প্রতিভাবান (ক্রিকেটার) আসছে এবং তাদের সাহায্যে সাদা বলের ক্রিএক্টে আমরা একটি কাঠামো দাঁড় করাতে চাই। আর এটা থেকেই দায়িত্ব এবং অনুপ্রেরণা পাচ্ছি। ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেট যে পর্যায়ে দীর্ঘদিন ছিল আমরা সেখানে ফিরে যেতে চাই।'

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷