ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

অস্ট্রেলিয়ার মাটিতে ২৮ বছরের আক্ষেপ ঘুচাতে চান হাফিজ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩ ১০:২১

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে পাকিস্তান সবশেষ টেস্ট জিতেছিল ২৮ বছর আগে। মাঝের এই সময়ে লাল বলের ক্রিকেটে সফলতা পায়নি পাকিস্তান। তবে এবার এই আক্ষেপ ঘুচাতে চায় মোহাম্মদ হাফিজ। 

 

হাফিজ বর্তমানে পাকিস্তান জাতীয় দলের ম্যানেজিং ডিরেক্টর পদে রয়েছেন। সম্প্রতি পেয়েছেন এই দায়িত্ব। দায়িত্ব পাওয়ার পর প্রথম অ্যাসাইনমেন্ট অস্ট্রেলিয়া সফর। যার ফলে এই সফরকে বেশ উত্তেজনাপূর্ণ ও চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন তিনি। 

হাফিজ বলেন, 'যখন আপনার চ্যালেঞ্জটা উত্তেজনাপূর্ণ হয়ে থাকে, এবং যখন হারানোর মতো কিছুই থাকে না, বরং অর্জন অনেক কিছু থাকে...তখন আপনি জিততে চলেছেন। আমাদের ইতিহাস কি বলে সেটা নয়, বরং আমরা সেখানে গিয়ে কি অর্জন করতে পারি সেটা (আমাদের লক্ষ্য)।'

বাস্তবিক অর্থেই অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের হারানোর কিছু নেই। ১৯৯৫ সালে ৭৪ রানের জয় এখন পর্যন্ত সবশেষ সফলতা। মাঝের এই সময়ে আরও ১৪টি টেস্ট খেলেছে দুই দল। যেখানে জয়হীন পাকিস্তান। 

হাফিজ শুধু লক্ষ্য করছেন সামনের সফর। অতীত ইতিহাস নিয়ে তিনি ভাবছেন না। নিজেদের মানসিকতায় আস্থা রাখতে চান। 

হাফিজ বলেন, 'আমাদের মানসিকতা একদম পরিষ্কার, আমাদের সামনে একটি উত্তেজনাপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। আর এক সঙ্গে আমরা (লড়াই করে) ভালো একটি ফলাফল নিয়ে আসবো। আমি অতীতের কোনো ফলাফলের উত্তর দিতে পারবো না। তবে ইনশাআল্লাহ এখান আপনি পাকিস্তানের ভালো ফলাফল দেখতে পাবেন।'

 

উল্লেখ্য- আগামী ১৪ ডিসেম্বর সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।

 

-নট আউট/এমআরএস

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷