ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানকে সতর্ক বার্তা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৩ ১৯:৩৮

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ আগামী মাসে অস্ট্রেলিয়া সফর করবে পাকিস্তান ক্রিকেট দল। এই সফরে রয়েছে ৩টি টেস্ট ম্যাচ। প্রথমটি শুরু হবে ১৪ ডিসেম্বর। দ্বিতীয় ও তৃতীয়টি যথাক্রমে ২৬ ডিসেম্বর ও ৩ জানুয়ারি। এই সফরের আগে পাকিস্তান দলকে সতর্ক বার্তা পাঠিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার ইয়ান চ্যাপেল।

 

নিরাপত্তা জনিত কোন ইস্যু নয়। মাঠের ক্রিকেট নিয়েই বার্তা পাঠিয়েছেন চ্যাপেল। 

পাকিস্তান দলকে উদ্দেশ্যে করে চ্যাপেল বলেন, পাকিস্তানের সমস্যা হলো অস্ট্রেলিয়ায় তাদের দুর্দান্ত রেকর্ড নেই, এমনকি যখন তাদের ভালো দল ছিল যারা ভালো ব্যাট করতে পারত এবং বোলিং করতে পারত- তারাও তেমন কোনো রেকর্ড গড়ে যেতে পারেনি। বর্তমান দলে তাদের মতো তারকা ব্যাটসম্যান এবং তারকা বোলারও নেই। অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেট বাবর আজমদের সমস্যায় ফেলতে পারে।

অস্ট্রেলিয়ান এই কিংবদন্তি আরও বলেন, আপনি যদি অস্ট্রেলিয়ান দলের দিকে তাকান- ডেভিড ওয়ার্নার অবসরে গেলে কিছুটা দুর্বল হতে পারে; কিন্তু অস্ট্রেলিয়ার পেস আক্রমণ অবিশ্বাস্য। মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজলউডের মতো তারকা পেসাররা যে কোনো দলের জন্যই হুমকি।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷