ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

দুর্নীতির দায়ে নিষিদ্ধ হলেন স্যামুয়েলস

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৩ ১৪:৩৭

নিষিদ্ধ হলেন স্যামুয়েলস। ফাইল ছবি নিষিদ্ধ হলেন স্যামুয়েলস। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ ফের নিষেধাজ্ঞার কবলে পড়লেন ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মারলন স্যামুয়েলস। দুর্নীতির দায়ে ৬ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। আবুধাবির টি-টেন ক্রিকেট লিগে এই তারকা ক্রিকেটারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে। স্যামুয়েলসের বিরুদ্ধে আনা ৪টি অভিযোগের সত্যতা পেয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তাতেই অর্ধ যুগের জন্য নিষিদ্ধ হলেন তিনি। স্যামুয়েলসের এই নিষেধাজ্ঞা গত ১১ নভেম্বর থেকে শুরু হয়েছে, যা শেষ হবে ২০২৯ সালের নভেম্বরে।

স্যামুয়েলসের নিষেধাজ্ঞার বিষয়টি এক বিবৃতিতে এইচআর এবং ইন্টিগ্রিটি ইউনিটের আইসিসির মহাব্যবস্থাপক অ্যালেক্স মার্শাল নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘স্যামুয়েলস প্রায় দুই দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, সেই সময় তিনি অসংখ্য দুর্নীতিবিরোধী সেশনে অংশ নিয়েছিলেন এবং দুর্নীতিবিরোধী কোডের অধীনে তার বাধ্যবাধকতা ঠিক কী তা তিনি জানতেন। এরপরেও লঙ্ঘন করে এবার শাস্তির মুখে পড়েছেন। যদিও সে এখন অবসর নিয়েছে, কিন্তু যখন অপরাধ সংঘটিত হয়েছিল, সে সেটার অংশ ছিল। যারা নিয়ম ভঙ্গ করতে চায়, তাদের জন্য স্যামুয়েলসের ৬ বছরের নিষেধাজ্ঞা শক্তিশালী প্রতিবন্ধক হিসেবে কাজ করবে।’

আইসিসির দুর্নীতিবিরোধী নীতির ২.৪.২, ২.৪.৩, ২.৪.৬ ও ২.৪.৭ নম্বর ধারা ভেঙেছেন স্যামুয়েলস। ২০১৯ সালে আবুধাবি টি-টেন লিগে তিনি কর্ণাটক টাস্কার্স দলে ছিলেন। যদিও সেবার কোনো ম্যাচ খেলেননি তিনি। তবে তার বিরুদ্ধে ৭৫০ বা এর বেশি ইউএস ডলার নেয়ার অভিযোগ পাওয়া গেছে। 

উল্লেখ্য, এর আগে দুর্নীতির অভিযোগে একবার শাস্তিও পেয়েছেন স্যামুয়েলস। ২০০৮ সালে দুর্নীতির অভিযোগে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিলো তাকে। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের ওয়ানডে ম্যাচের তথ্য বাইরে পাচার করতে গিয়ে ধরা পড়েন স্যামুয়েলস।

 

-নট আউট/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷