ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

বাবর নন, পাকিস্তানের অধিনায়ক হিসেবে আফ্রিদিকে চান মালিক

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৩ ২০:০৯

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ  ব্যাট হাতে বাবর আজম যতটা প্রশংসিত, অধিনায়ক হিসেবে ততটাই সমালোচিত। কেননা তার অধীনে পাকিস্তান বড় ম্যাচে মোটেও ভালো কিছু করতে পারেনি। সবশেষ ভারতের বিপক্ষে ম্যাচ হারের পর আবারও আলোচনা উঠেছে বাবরের নেতৃত্ব নিয়ে। পাকিস্তানের শোয়েব মালিকের মতে বাবর নন, অধিনায়ক হিসেবে প্রয়োজন শাহিন আফ্রিদিকে।

 

একটি টিভি অনুষ্ঠানে শোয়েব বলেন, 'আমি আগেও বলেছিলাম যে বাবর আজমের অধিনায়কত্ব ছেড়ে দেয়া উচিত। এটা আমার ব্যক্তিগত মতামত। বাবর অধিনায়ক হিসেবে আউট অফ দ্য বক্স ভাবেন না। তিনি অধিনায়কত্ব করছেন কিন্তু (দলে) কোনও উন্নতি আসছে না।'


মালিক আরও বলেন, 'বাবর আজম পদত্যাগ করলে শাহীন আফ্রিদির (পাকিস্তানের) সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্ব করা উচিত। তিনি লাহোর কালান্দার্সের হয়ে আক্রমণাত্মক অধিনায়কত্ব করেছেন আগেও।'

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷