ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

‘চার খানা’ পঞ্চাশে অজিদের হারাল ভারত

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৩ ২৩:০১

সিরিজে এগিয়ে গেল ভারত। গেটি ইমেজ সিরিজে এগিয়ে গেল ভারত। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ মোহালিতে শুরু হয়েছে স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বিশ্বকাপের আগে এই সিরিজে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগই পাচ্ছে দু'দল। যদিও চোটের কারণে একাধিক তারকা ক্রিকেটারকে পাচ্ছে না অজিরা। অন্যদিকে বিরাট কোহলি-রোহিত শর্মাদের বিশ্রামে পাঠিয়ে মাঠে নেমেছে ভারত। যদিও তাদেরকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুটা জয় দিয়ে করেছে স্বাগতিকরা।

এদিন মোহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে আগে ব্যাট করা নির্ধারিত ৫০ ওভারে অস্ট্রেলিয়া থামে ২৭৬ রান করে। ফিফটির দেখা পেয়েছেন ডেভিড ওয়ার্নার। ভারতের পক্ষে মোহাম্মদ শামি একাই নেন ৫ উইকেট। জবাবে শুভমান গিল ও রুতুরাজ গাইকোয়াদের উদ্বোধনী জুটি গড়ে দেয় জয়ের ভীত। ফিফটি তুলে নেওয়া দুইজনই আউট হন ব্যক্তিগত সত্তরের ঘরে গিয়ে। এরপর অধিনায়ক লোকেশ রাহুল ও সূর্যকুমার যাদবের ফিফটির সুবাদে ৮ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ভারত। 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷