ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

লিভিংস্টোনের ব্যাটে সমতা ফেরাল ইংল্যান্ড

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৮:০৯

দাপুটে জয়ে সমতায় ফিরল ইংল্যান্ড। গেটি ইমেজ দাপুটে জয়ে সমতায় ফিরল ইংল্যান্ড। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ প্রথম ওয়ানডেতে দারুণ এক জয়ে সিরিজে এগিয়ে গিয়েছিল সফরকারী নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচেও দারুণ শুরুর পরও শেষ পর্যন্ত ছন্দটা ধরে রাখতে পারেনি তারা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে লিয়াম লিভিংস্টোনের ক্যারিয়ার সেরা ইনিংসে বড় জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। 

বৃষ্টি বিঘ্নিত সাউদাম্পটনে এদিন আগে ব্যাট করে নির্ধারিত ৩৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় স্বাগতিক ইংল্যান্ড। ইনিংসের সর্বোচ্চ ৯৫ রান করে অপরাজিত থাকেন লিয়াম লিভিংস্টোন। জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় নিউজিল্যান্ড। শেষ পর্যন্ত ১৪৭ রানে গুটিয়ে যায় সফরকারীরা। ফলে ৭৯ রানের বড় জয়ে চার ম্যাচের সিরিজে সমতা ফেরাল ইংলিশরা। 

২২৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেন কিউই ওপেনার ফিন অ্যালেন। দলীয় পঞ্চাশ পার করার আগে আরেক ওপেনার ডেভন কনওয়েও ফিরেন সাজঘরে। দারুণ শুরু করা উইল ইয়ং ৫ চারে ৩৩ রান করে কাটা পড়েন রান আউটে। চর্তুথ উইকেট জুটিতে দলের হাল ধরার চেষ্টা করেন ইনফর্ম ড্যারেল মিচেল ও অধিনায়ক টম ল্যাথাম। এই দু'জনের ব্যাটে শুরুর বিপর্যয় কাটিয়ে উঠে কিউইরা।

এই দু-জনের অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোটে দলীয় একশ পার করে সফরকারীরা। ১৯ রান ল্যাথামের বিদায়ে ভাঙে এই জুটি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় নিউজিল্যান্ড। বাকিদের কেউই স্পর্শ করতে পারেনি দুই অঙ্কের কোটা। একপ্রান্ত আগলে রাখা ড্যারেল মিচেল তুলে নেন হাফ সেঞ্চুরি। তবে কেউই তাকে দিতে পারেনি সঙ্গ। শেষ পর্যন্ত ইংলিশ বোলারদের তোপে মাত্র ১৪৭ রানে গুটিয়ে যায় কিউইরা।

ফলে, ৭৯ রানের বড় জয় পায় ইংল্যান্ড। ৬ চার ও ১ ছক্কায় ইনিংস সর্বোচ্চ ৫৭ রান করেন ড্যারেল মিচেল। ইংল্যান্ডের পক্ষে রিস টপলি ও ডেভিড উইলি নেন ৩টি করে উইকেট। এছাড়া মঈন আলির শিকার ২ উইকেট। 

এর আগে ব্যাট করে নির্ধারিত ৩৪ ওভারে ২২৬ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ৯ চার ও ১ ছক্কায় ক্যারিয়ার সেরা ৯৫ রানের হার না মানা ইনিংস উপহার দেন লিয়াম লিভিংস্টোন। এছাড়া ৪২ রান করেন স্যাম কারান। মঈন আলি ৩৩ ও অধিনায়ক জস বাটলার করেন ৩০ রান। বাকিদের কেউই স্পর্শ করতে পারেনি দুই অঙ্কের কোটা। কিউইদের পক্ষে শতশত ওয়ানডে খেলতে নামা ট্রেন্ট বোল্ট নেন ৩ উইকেট। টিম সাউদির শিকার ২ উইকেট। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷