ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

অস্ট্রেলিয়ার বিকল্প ওপেনার মার্শ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৩৫

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ অস্ট্রেলিয়া দলে নিয়মিত ওপেনারদের মধ্যে রয়েছেন ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। এই দুই ব্যাটারের কেউ ইনজুরি কিংবা বাজে ফর্মে থাকলে বিকল্প ওপেনার কে? এমন কিছুতে আপাতত আটকে আছে অস্ট্রেলিয়া ম্যানেজম্যান্ট। তবে অস্ট্রেলিয়ার ভারতপ্রাপ্ত প্রধান কোচ মাইকেল ডি ভেনুতো মিচেল মার্শকে সমস্যার সমাধান হিসেবে দেখছেন। 

অস্ট্রেলিয়ার সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ম্যাশ ছিলেন ব্যাট হাতে উজ্জ্বল। প্রথম দুই ম্যাচে দেখা পেয়েছেন অর্ধশতকের। শেষ ম্যাচে যদিও আউট হয়েছেন মাত্র ১৫ রানেই। তবে প্রধান কোচ তার ব্যাটিং মানসিকতায় খুশি। 

ম্যাশকে বিকল্প ওপেনার চিন্তা করে ভেনুতো বলেন, 'আপনি যদি বিশ্বকাপের দিকে তাকান তাহলে দেখবেন ডেভিড ওয়ার্নার দলে ফিরবে। দারুণ ফর্মে আছে মিচেল মার্শ ও ট্রাভিস হেড। তারা সকলেই বিশ্বকাপে ওপেনিং করার জন্য এগিয়ে থাকবেন। আজ রাতে (গতকাল) ট্রেভ (হেড) সত্যিই দারুণ খেলেছে। সে (ক্রিজে) স্থির থেকে বলের যোগ্যতা অনুযায়ী খেলেছে। সে মাঠের চারপাশেই শট খেলতে পারে।'

 

ওয়ানডে বিশ্বকাপে সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। ভারত বিশ্বকাপেও দলটির থাকবে পাখির চোখ। ২০১৫ সালের চ্যাম্পিয়নরা ট্রফি জিততে মুখিয়ে রয়েছে। 

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷