ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

এশিয়া কাপের দল ঘোষণা আফগানিস্তানের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৩ ২২:৫২

আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল। ফাইল ছবি আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ তিন দিন পরেই পর্দা উঠতে যাচ্ছে এশিয়া কাপের এবারের আসরের। এশিয়া শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামার আগে ১৭ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। সদ্য শেষ হওয়া পাকিস্তান সিরিজে দলে থাকা ক্রিকেটারদের নিয়েই এশিয়া কাপ খেলবে আফগানিস্তান। 

শনিবার রাতে শেষ হওয়া ওয়ানডে সিরিজে, পাকিস্তানের কাছে ধবলধোলাই হয়েছে আফগানিস্তান। তবে সেই দলের উপরেই ভরসা রাখছে বোর্ড। তাই স্কোয়াডেও আসেনি বড় কোন পরিবর্তন, দলে নেই কোন চমকও। যথারীতি এশিয়া কাপে আফগানদের নেতৃত্ব দিবেন নিয়মিত অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী।

আফগানিস্তানের ঘোষিত স্কোয়াডে প্রায় দেড় বছর পর ওয়ানডে দলে জায়গা পেয়েছেন শারাফউদ্দিন আশরাফ। এদিকে দীর্ঘ ৬ বছর পর দলে ফিরেছেন করিম জানাত। ২০১৭ সালে ক্যারিয়ারের একমাত্র ওয়ানডেটি খেলেছিলেন এই অলরাউন্ডার। এদিকে পাকিস্তানের বিপক্ষে শনিবার শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন ওয়াফাদার মোমান্দ। অন্যদিকে সাইড স্ট্রেইন চোটের কারণে এশিয়া কাপের দলে নেই আজমতউল্লাহ ওমারজাই। 

উল্লেখ্য, এশিয়া কাপে ‘বি’ গ্রুপে রয়েছে আফগানিস্তান। লাহোরে ৩ আগামী রোববার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের এশিয়া কাপ অভিযান। দিন দুয়েক বাদে একই ভেন্যুতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা।

এশিয়া কাপের আফগানিস্তান স্কোয়াড: হাশমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমান উল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নাবী, ইকরাম অলিখিল, করিম জানাত, গুলবাদিন নাইব, রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমেদ, শরাফুদ্দিন আশরাফ, ফজল হক ফারুকী, আব্দুর রহমান ও শাফি। 

 

-নট আউট/টিএ

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷