ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

আফগানদের ধবলধোলাই করল পাকিস্তান

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৩ ০৫:৪৮

দ্রুততম হাফ সেঞ্চুরি মুজিবের ব্যাটে। গেটি ইমেজ দ্রুততম হাফ সেঞ্চুরি মুজিবের ব্যাটে। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করা পাকিস্তানের সামনে সুযোগ ছিল এক ঢিলে দুই পাখি মারা। তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিতলেই আফগানদের হোয়াইটওয়াশ করার পাশাপাশি, ওয়ানডে র‍্যাঙ্কিংয়েও শীর্ষে উঠে যেত বাবর আজমের দল। আফগানিস্তানের বিপক্ষে কখনোই ওয়ানডেতে না হারা পাকিস্তান তৃতীয় ম্যাচে ম্যাচে দাপুটে জয়। তাতেই তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতল তারা।

হাম্বানটোটায় এদিন আগে ব্যাট করা পাকিস্তান, অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের হাফ সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেট হারিয়ে ২৬৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। জবাবে দলীয় একশ পার করর আগে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় আফগানরা। শেষ দিকে মুজিবুর রহমানের রেকর্ড গড়া হাফ সেঞ্চুরিতে আফগানরা কমিয়েছে কেবল হারের ব্যবধান।

আফগানিস্তানের ওয়ানডে ইতিহাসে দ্রুততম ফিফটি (২৬ বলে) তুলে নেওয়া মুজিব খেলেছেন ক্যারিয়ার সেরা ৬৪ রানের ইনিংস। শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে আফগানিস্তান থামে ২০৯ রানে। ফলে, ৬৯ রানের বড় জয়ে আফগানিস্তানকে ধবলধোলাইয়ের স্বাদ দেয় পাকিস্তান। 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷