ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

শ্বাসরুদ্ধকর ম্যাচে এক উইকেটের জয় পাকিস্তানের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৩ ০৬:০২

শতক বঞ্চিত ইমাম উল হক। গেটি ইমেজ শতক বঞ্চিত ইমাম উল হক। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ ব্যাটারদের ব্যর্থতায় পাকিস্তানের কাছে অসহায় আত্নসমর্পণ করেছিল আফগানিস্তান। হাম্বানটোটায় এদিন তাই জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিতো পাকিস্তান। অন্যদিকে সিরিজে সমতা ফেরাতে জয় ছাড়া ভিন্ন কোন পথ ছিল না স্বাগতিক আফগানিস্তানের জন্য। এমন সমীকরণের ম্যাচে শ্বাসরুদ্ধকর জয়ে আফগানদের বিপক্ষে ওয়ানডে শতভাগ জয়ের ধারা অব্যাহত রাখল বাবর আজমের পাকিস্তান। 

এদিন আগে ব্যাট করে দুই ওপেনারের ব্যাটে চড়ে রান উৎসব করে আফগানিস্তান। ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ১৫১ রান করেন রহমানউল্লাহ গুরবাজ, অন্যদিকে ৮০ রান আসে ইব্রাহিম জাদরানের ব্যাট থেকে। তাতেই নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩০০ রানের পাহাড় দাঁড় করায় আফগানরা। জবাবে দুর্দান্ত শুরুর পরও মাঝপথে খেই হারায় পাকিস্তান। ১০ রানের জন্য শতক মিস করে ইমাম-উল-হক দলকে ফেলে দেন চাপে। শেষ দিকে শাহাদাবের ব্যাটে লড়াইয়ে ফিরে পাকিস্তান। কিন্তু শেষ ওভারের নাটকীয়তাই জমে যায় ম্যাচ। তবে নাসিম শাহ ও হ্যারিস রউফের দৃঢ়তায় এক বল ও এক উইকেট হাতে রেখে জয় তুলে নেয় পাকিস্তান। 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷