ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

লঙ্কাতে পাকিস্তানকে আতিথ্য দিবে আফগানরা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১ আগস্ট ২০২৩ ২০:৩৬

টি-টোয়েন্টি সিরিজ জিতে রশিদ খানের দল। ফাইল ছবি টি-টোয়েন্টি সিরিজ জিতে রশিদ খানের দল। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হবে ‘হাইব্রিড মডেলের’ এশিয়া কাপ। স্বাগতিক পাকিস্তান ছাড়াও এশিয়া কাপের আয়োজক দেশ হিসেবে থাকবে শ্রীলঙ্কা। আসন্ন এই এশিয়া কাপের আগে লঙ্কানদের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিপাক্ষিক সিরিজ। যেখানে মুখোমুখি হবে আফগানিস্তান ও পাকিস্তান। শ্রীলঙ্কাকে হোম ভেন্যু বানিয়ে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান।

সব ঠিক থাকলে ৩০ আগস্ট শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের এবারের আসর। তার ঠিক আগ মূহুর্তে পাকিস্তানের বিপক্ষে এই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানরা। দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে পাকিস্তান-আফগানিস্তান ওয়ানডে সিরিজ। আগামী ২২ ও ২৪ আগস্ট হাম্বানটোটায় অনুষ্ঠিত হবে প্রথম দুই ওয়ানডে। এরপর ২৬ আগস্ট কলম্বোয় অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ম্যাচ

আসন্ন এই সিরিজ প্রসঙ্গে আফগানিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফ বলেন, ‘আমরা বেশ কয়েকটি ওয়ানডে সিরিজ খেলে এশিয়া কাপের জন্য ভালোই প্রস্তুতি নিয়েছি। এছাড়া শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানের বিপক্ষে খেলবো- এটা এশিয়া কাপের আগে আমাদের জন্য বড় ধরনের একটি পাওয়া। যা আমাদের দলকে ভালো প্রস্তুতি নিতে আরও বেশি সহযোগিতা করবে।’

উল্লেখ্য, গত মার্চেই আরব আমিরাতের শারজায় পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করেছিল আফগানিস্তান। দ্বিপাক্ষিক এই সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছিল আফগানরা। তবে এখনও পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে চারটি ওয়ানডে খেলা আফগানরা কখনোই পায়নি জয়।

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷