ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

সালমান-শাকিলের ব্যাটে লড়াইয়ে পাকিস্তান

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৩ ০২:৫৯

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: জমে উঠেছে গল টেস্ট। প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ৩১২ রানে গুটিয়ে দিয়েও বড় বিপদে পড়েছিল পাকিস্তান। ১০১ রান তুলতে হারিয়ে বসেছিল ৫ উইকেট।

তবে সেখান থেকে দলকে টানছেন আঘা সালমান আর সৌদ শাকিল। দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ২২১ রান তুলেছে পাকিস্তান। এখনও তারা পিছিয়ে ৯১ রানে।

সালমান-শাকিল এরই মধ্যে জুটিতে তুলেছেন ১২০ রান। দুজনই ফিফটি পেয়েছেন। সালমান ৬১ আর শাকিল ৬৯ রানে অপরাজিত আছেন।

এর আগে ৬ উইকেটে ২৪২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল শ্রীলঙ্কা। ৯৪ রান নিয়ে ব্যাটিংয়ে নামা ধনঞ্জয়া ডি সিলভা তুলে নেন তার ক্যারিয়ারের দশম টেস্ট সেঞ্চুরি।

নাসিম শাহর শিকার হওয়ার আগে ২১৪ বল খেলে ১২ বাউন্ডারি আর ৩ ছক্কায় ধনঞ্জয়া করেন ১২২ রান। লোয়ার অর্ডারকে নিয়ে একাই অনেকটা সময় লড়াই করেছিলেন তিনি।

পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও আবরার আহমেদ নেন তিনটি করে উইকেট।

জবাবে পাকিস্তান টপঅর্ডারে এক শান মাসুদ ছাড়া (৩৯) আর কেউই বলার মতো রান করতে পারেননি। ইমাম উল হক ১, আবদুল্লাহ শফিক ১৯, বাবর আজম ১৩ আর সরফরাজ আহমেদ ১৭ রান করে আউট হন।

প্রভাত জয়সুরিয়া ৮৩ রানে নেন ৩টি উইকেট



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷