ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

মানুষের সহানুভূতি নিতে পারেননি অশ্বিন

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২১ জুন ২০২৩ ১৭:১৫

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: বর্তমান সময়ে টেস্ট ক্রিকেটে নাম্বার ওয়ান বোলার রবিচন্দ্রন অশ্বিন৷ সবশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে নিয়েছিলেন সবচেয়ে বেশি উইকেট৷ এমন পারফরম্যান্সের পরেও সুযোগ হয়নি ফাইনাল একাদশে৷ যা নিয়ে হয়েছে ব্যাপক আলোচনা৷ অনেকে সহানুভূতি প্রকাশ করেছিল অশ্বিনের জন্য৷

অশ্বিনকে দলে না রাখায় শুরুর চেয়ে সমালোচনা বেশি হয়েছিল শেষে৷ যখন ভারত ম্যাচটি হেরে যায়৷ এসব আলোচনা নিয়ে অবশ্য বিরক্ত অশ্বিন৷

নিজ টুইটারে অশ্বিন লিখেছেন, ‘আমার লড়াইয়ে আমি কখনও কোনও সহানুভূতি পাইনি। পেছনে ফিরে গিয়ে আমার জন্য এটা বলা সহজ এটি আমার জন্য ঘটেনি বা তার জন্য কিছু ঘটেনি। আমি নিজেকে এক সেকেন্ডও সহানুভূতি দেখাই না। তাই আমি সেই টুইটটি করেছিলাম। কারণ আমি এই অধ্যায়ে ইতি টানতে চেয়েছি।লোকেরা আমাকে সকলে সহানুভূতি দেখাচ্ছে, এটি আমি আর নিতে পারিনি।’

অশ্বিন আরও লিখেছেন, ‘শেষ দুই বছর ধরে অনেক পরিশ্রম করে এই জয়গায় পৌঁছাতে হয়েছিল আমাদের। অনেকে অনেক কথা বলছেন। কিন্তু আমি মনে করি, সব সতীর্থ এবং কোচেদের তাদের কাজের মর্যাদা দেওয়াটা একেবারেই যথার্থ। বিশেষ করে কোচিং স্টাফ, যাদের সমর্থন সব সময়ে পাওয়া গেছে।’



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷