ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

দুই ভেন্যুতে পাকিস্তান-শ্রীলঙ্কা দুই টেস্ট

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২১ জুন ২০২৩ ০৩:১০

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: আগামী মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে পাকিস্তান ক্রিকেট দল৷ এই সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড৷ এবার দুই টেস্টের ভেন্যু জানিয়েছে পিসিবি৷

টেস্ট সিরিজ খেলতে আগামী ৯ জুলাই কলম্বোতে পা রাখবে পাকিস্তান। এরপর সেখানে পৌঁছে ১১ ও ১২ জুলাই দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাবর আজমের দল। এরপর প্রথম টেস্ট খেলতে গলে যাবে তারা।

১৬ জুলাই গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ হবে ২৪ জুলাই কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। এরপরই দেশে ফিরে আসবে পাকিস্তান।

পাকিস্তান স্কোয়াড- বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক, উইকেটরক্ষক), আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, হাসান আলী, ইমাম-উল হক, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, নোমান আলী, সালমান আলী আঘা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), সৌদ শাকিল, শাহীন আফ্রিদি এবং শান মাসুদ।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷