ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

কোচের চোখে নাসিম নিখুঁত প্যাকেজ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২০ জুন ২০২৩ ০০:৩০

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

বয়স সবেমাত্র ২০৷ আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের নাসিম শাহ্ নিজেকে প্রমাণ করছেন নিয়মিত৷ পেস বোলারের শক্তির জায়গা গতি৷ এই গতি দিয়ে পরাস্ত করছে প্রতিপক্ষ ব্যাটারদের৷ আর এই বোলারকে নিখুঁত প্যাকেজ বলছেন পাকিস্তানের সাবেক পেস বোলিং কোচ শন টেইট৷

তিনি বলেন, 'আমার শুধু মনে হয় সে দারুণ বোলার। আমি তার সঙ্গে কাজ করে উপভোগ করেছি। আমার মনে হয় এখন তার যে বয়স, ২০ এর কাছাকাছি, সে সম্ভবত সেরা এবং এটা একটি বড় মন্তব্য। কিন্তু আমি বলতে চাই সে আমার দেখা এই বয়সের অন্যতম সেরা পেসার।'

টেইটের বিশ্বাস, 'তার সামর্থ্য অনুযায়ী, মেধা অনুযায়ী, তার ইচ্ছে ও প্রতিযোগিতার মানসিকতার কারণে সে প্রায় নিখুঁত প্যাকেজ। সবকিছু নিখুঁত না হলেও সে খুব কাছাকাছি আছে। সে চাইলে বল দুইদিকেই সুইং করাতে পারে এবং পুরোনো বলে রিভার্স সুইং করাতে পারে। তার ভালো গতি আছে এবং ভালো ইয়র্কারও করতে পারে। সব মিলিয়ে সে দুর্দান্ত বোলার। বয়সের তুলনায় সে বেশি পরিপক্ক।'



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷