ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

এগিয়ে থেকে সিরিজ হার আফগানিস্তানের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৭ জুন ২০২৩ ২০:৩৫

চামিরার বিধ্বংসী বোলিং। গেটি ইমেজ চামিরার বিধ্বংসী বোলিং। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ দারুণ এক জয় দিয়েই শ্রীলঙ্কা সফর শুরু করেছিল আফগানিস্তান। তবে দ্বিতীয় ওয়ানডেতে আফগানদের স্রেফ উড়িয়ে দিয়ে সিরিজে সমতা ফেরায় স্বাগতিক শ্রীলঙ্কা। ফলে সিরিজ নির্ধারনী তৃতীয় ওয়ানডে হয়ে দাঁড়ায় অঘোষিত ফাইনালে। দু'দলের সামনে সিরিজ জয়ের সমান সুযোগ থাকলেও, দুশমেন্থ চামিরা ও ওয়ানিন্দু হাসারাঙ্গার তোপে অসহায় আত্নসমর্পণ করেছে আফগানিস্তান।

হাম্বানটোটায় এদিন আগে ব্যাট করে লঙ্কান বোলারদের তোপে মাত্র ১১৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান আসে মোহাম্মদ নবির ব্যাট থেকে। এছাড়া ওপেনার ইব্রাহিম জাদরান ২২ ও গুলবাদিন করেন ২০ রান। শ্রীলঙ্কার পক্ষে একাই চার উইকেট শিকার করেন চামিরা। ৩ উইকেট নেন হাসারাঙ্গা। জবাব দিতে নেমে দুই ওপেনার প্রাথুম নিশাঙ্কা ও দিমুথ করুনারত্নের হাফ সেঞ্চুরিতে ৯ উইকেটের বড় জয় পায় শ্রীলঙ্কা। 

১১৭ রানের মামুলি টার্গেট তাড়া করতে নেমে, দুই ওপেনার প্রাথুম নিশাঙ্কা ও দিমুথ করুনারত্নে লঙ্কানদের এনে দেন উড়ন্ত সূচনা। লক্ষ্যটা সহজ ছিল বলেই নিশাঙ্কা ব্যাসেঞ্চুরি ট করেছেন আগ্রাসী ছন্দে। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন দিমুথ করুনারত্নে। আফগান বোলারদের পিটিয়ে মাত্র ৩২ বলেই হাফ সেঞ্চুরি তুলে নেন নিশাঙ্কা।

তাতেই উদ্বোধনী জুটিতে শ্রীলঙ্কা যোগ করে ৮৪ রান। ৮ চার ও ২ ছক্কায় ৫১ রান করা নিশাঙ্কার বিদায়ে ভাঙে এই জুটি। এরপর কুশল মেন্ডিসকে নিয়ে মাত্র ১২ ওভারে দলীয় শতক পূর্ণ করেন দিমুথ করুনারত্নে। এরপর হাফ তে তুলে নেন এই ওপেনার। শেষ পর্যন্ত ১৬ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ৭ চারে ৫৬ রানে অপরাজিত থাকেন করুনারত্নে। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতল শ্রীলঙ্কা। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷