ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা উইন্ডিজের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১২ মে ২০২৩ ২০:৩২

ওয়েস্ট ইন্ডিজ দল। ফাইল ছবি ওয়েস্ট ইন্ডিজ দল। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য ইতিমধ্যেই টিকিট নিশ্চিত করে ফেলেছে ৮টি। তবে এই তালিকায় জায়গা হয়নি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের। ওয়ানডে সুপার লিগে ৯ নম্বরে থাকায় ক্যারিবীয়দের খেলতে হবে কোয়ালিফায়ারে। 

এদিকে আগামী মাসেই (জুন) জিম্বাবুয়েতে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপের এই কোয়ালিফাই রাউন্ড। আসন্ন এই কোয়ালিফায়ারের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। যেখানে ক্যারিবীয়দের নেতৃত্ব দেওয়া হয়েছে শাই হোপের কাঁধে।

ঘোষিত দলে দীর্ঘ এক বছর পর দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার কিমো পল। তবে, স্কোয়াডে জায়গা হয়নি তারকা ক্রিকেটার শিমরণ হেটমায়ারের। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফ্লাইট মিস করায়, দল থেকেও বাদ পড়তে হয়েছিল তাকে। 

এদিকে বিশ্বকাপ বাছাইয়ের আফে শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে ক্যারিবীয়রা। আগামী ৫ জুন মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। বাকি দুই ম্যাচ হবে ৭ ও ৯ জুন। সিরিজ শেষে করেই জিম্বাবুয়ের বিমান ধরবে ওয়েস্ট ইন্ডিজ। জুনের ১৮ তারিখ থেকে শুরু হবে বিশ্বকাপ বাছাই পর্ব। যা চলবে জুলাই পর্যন্ত।

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ কোয়ালিফায়ারের স্কোয়াড: শাই হোপ (অধিনায়ক), রভম্যান পাওয়েল, শামারহ ব্রুকস, ইয়ানিক কারিয়াহ, কেসি কার্টি, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, গুদাকেশ মতি, কিমো পল, নিকোলাস পুরান এবং রোমারিও শেফার্ড।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াড: শাই হোপ (অধিনায়ক), ব্রেন্ডন কিং, অ্যালিক আথানাজে, শামারহ ব্রুকস, ইয়ানিক কারিয়াহ, কেসি কার্টি, রোস্টন চেজ, ডমিনিক ড্রেকস, কাভেম হজ, আকিম জর্ডান, গুদাকেশ মতি, কিমো পল, রেমন রেইফার, ওডেন স্মিথ এবং ডেভন থমাস।

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷