ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

হাজার লেগস্পিনার নিয়ে ছুটছে আফগানিস্তান

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৬ মে ২০২৩ ১৫:৪৪

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ আফগান দুই লেগ স্পিনার রশিদ খান ও নুর আহমেদের দাপুটে বোলিংয়ে চলমান আইপিএলে শেষ চার নিশ্চিত করেছে গুজরাট টাইটান্স। কিপ্টে বোলিং করে ম্যাচ সেরাও নির্বাচিত হয়েছেন রশিদ। ম্যাচ শেষে উপস্থাপকের করা প্রশ্নে নিজ দেশের ক্রিকেট নিয়ে যে উত্তর দিয়েছেন এই লেগি তাতে করে চোখ কপালে উঠবে অনেকের। 

ম্যাচ সেরা রশিদ খানকে প্রশ্ন করা হয়েছিল, আফগানিস্তানে এখন কতজন রিস্টস্পিনার রয়েছে।

 

স্পিনার প্রশ্নে রশিদ জানিয়েছেন, সত্যি বলতে এখন এক হাজারের বেশি লেগ স্পিনার আছে। আমি বেশ কয়েকটি একাডেমিতে গিয়েছি। সেখানে প্রচুর লেগস্পিনার। আমি প্রথম যে বার আইপিএল খেলি তখনই আড়াইশোর এর বেশি লেগ স্পিনার ছিল।

 

রশিদকে এমন প্রশ্ন করার বড় কারণ নুর আহমেদ’র পারফরম্যান্স। বাঁহাতি নুর নিজের সক্ষমতা প্রমাণ করছেন আইপিএল মঞ্চে। 

 

-নট আউট/এমআরএস

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷