ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

অস্ট্রেলিয়ার রাজত্বে ভাটা, টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩ মে ২০২৩ ০১:০২

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে ভারত। বর্তমানে রোহিতের দলে রেটিং পয়েন্ট ১২১। অপরদিকে ১১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। 

সাদা পোষাকের দুনিয়ায় ১৫ মাস নিজেদের রাজত্ব ধরে রেখেছিল অস্ট্রেলিয়া। টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালের আগে ভারতের জন্য যা স্বস্তির। 

 

র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে আর কোনো পরিবর্তন নেই। ইংল্যান্ডের পর যথাক্রমে রয়েছে সাউথ আফ্রিকা (১০৪), নিউজিল্যান্ড (১০০), পাকিস্তান (৮৬), শ্রীলঙ্কা (৮৪), ওয়েস্ট ইন্ডিজ (৭৬), বাংলাদেশ (৪৫) ও জিম্বাবুয়ে (৩২)।

 

পর্যাপ্ত টেস্ট না খেলায় বার্ষিক হালনাগাদকৃত র‍্যাঙ্কিংয়ে জায়গা হয়নি আয়ারল্যান্ড ও আফগানিস্তানের। এদিকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েরও শীর্ষে রয়েছে ভারত। দুই নম্বরে ইংল্যান্ড ও তিন নম্বরে রয়েছে নিউজিল্যান্ড। যথারীতি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছে অস্ট্রেলিয়া। দুই নম্বরে নিউজিল্যান্ড। আর তিন নম্বরে অস্ট্রেলিয়া।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷