ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

ফখরের সেঞ্চুরিতে বৃথা গেল মিচেলের সেঞ্চুরি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৩ ১৬:০৯

১১৭ রানের ইনিংস খেলেন ফখর জামান। গেটি ইমেজ ১১৭ রানের ইনিংস খেলেন ফখর জামান। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ রাওয়ালপিন্ডিতে শুরু হয়েছে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচেই ফখর জামানের দুর্দান্ত সেঞ্চুরিতে কিউইদের ৫ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেল স্বাগতিকরা।

পিন্ডিতে এদিন আগে ব্যাট করে, নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৭ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ১১ চার ও ১ ছক্কায় দলের পক্ষে সর্বোচ্চ ১১৩ রান করেন ড্যারিল মিচেল। এছাড়া ৮ চার ও ২ ছক্কায় ৮৬ রান করেন ওপেনার উইল ইয়াং। বাকিদের মধ্যে অধিনায়ক টম ল্যাথাম ও হেনরি নিকোলস করেন ২০ রান করে। পাকিস্তানের পক্ষে ২টি করে উইকেট নেন শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও হ্যারিস রউফ।

জবাব দিতে নেমে পাকিস্তানের টপ অর্ডার গড়ে দেন জয়ের ভিত। তাতেই ৫ উইকেট ও ৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। ১৩ চার ও ১ ছক্কায় ১১৭ রান করেন ওপেনার ফখর জামান। এছাড়া আরেক ওপেনার ইমাম-উল-হক করেন ৬০ রান। বাবর আজম ৪৯ ও মোহাম্মদ রিজওয়ান করেন ৪২ রান। অ্যাডাম মিলনে নেন কিউইদের পক্ষে দুই উইকেট। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷