ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

বৃথা গেল ইফতেখারের লড়াই, শ্বাসরুদ্ধকর ম্যাচে জিতল কিউইরা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৩ ১০:০৮

তীরে এসে ডুবল পাকিস্তান। গেটি ইমেজ তীরে এসে ডুবল পাকিস্তান। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ জিতলেই দুই ম্যাচ হাতে রেখে সিরিজ জেতার সুযোগ ছিল স্বাগতিক পাকিস্তানের সামনে। অন্যদিকে সিরিজে টিকে জয়ের কোন বিকল্প ছিল না সফরকারী নিউজিল্যান্ডের জন্য। এমন সমীকরণ মাথায় রেখেই লাহোরে মুখোমুখি হয়েছিল এই দু'দল। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসিটা হেসেছে সফরকারীরাই।

 

এদিন আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে কিউইরা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন অধিনায়ক টম ল্যাথাম। এছাড়া ড্যারিল মিচেলের ব্যাট থেকে আসে ৩৩ রান। পাকিস্তানের পক্ষে দুইটি করে উইকেট নেন হ্যারিস রউফ ও শাহিন আফ্রিদি। 

 

জবাব দিতে নেমে কিউই বোলারদের তোপের মুখে পড়ে স্বাগতিকরা। তাতেই বোর্ডে ৮৮ রান তুলতে ৭ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। এরপর ইফতেখার আহমেদ একাই করে যান লড়াই। ২০ বলে হাফ সেঞ্চুরি তুলে পাকিস্তানকে দেখান জয়ের স্বপ্ন। শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ১৫ রান। প্রথম তিন বলেই ১০ রান তুলে ম্যাচ জমিয়ে দেন ইফতেখার আহমেদ। তবে, চর্তুথ বলে ইফতেখার ফিরলে ম্যাচে ফেরে কিউইরা। শেষে হ্যারিস রউফকে ফিরিয়ে, টান টান উত্তেজনার ম্যাচে দলকে ৪ রানের জয় উপহার দেন জিমি নিশাম। 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷