ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৩ মার্চ ২০২৩ ২৩:১৫

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্ক: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিজেদের জায়গা আগেই নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। তবে শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ কে, তা অনিশ্চিত ছিল। এই তালিকায় ছিল ভারত, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার নাম। কিন্তু শেষ পর্যন্ত ফাইনালে জায়গা করে নিয়েছে রোহিত শর্মার দল।

ক্রাইস্টচার্চ টেস্টে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে রোমাঞ্চকর এক জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। লঙ্কানদের দেওয়া ২৮৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পঞ্চম দিন ম্যাচের শেষ বলে ২ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় পায় কিউইরা। এই হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় লঙ্কানদের। এতে শেষ পর্যন্ত টানা দ্বিতীয়বার শ্রেষ্ঠত্বের ফাইনালের টিকিট পায় ভারত।

এদিকে নিজেরা ম্যাচ জিতলেও টানা দ্বিতীয়বারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা হলো না নিউজিল্যান্ডের। গত আসরে বিরাট কোহলির ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কিউইরা। এ ছাড়া শেষ দিকে আশা জাগিয়েও রেস থেকে বাদ পড়ে গেছে দক্ষিণ আফ্রিকা। আগামী জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট শিরোপার লড়াইয়ে খেলবে রোহিত-কোহলিরা।

নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ক্রাইস্টচার্চ টেস্টের পর পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা অস্ট্রেলিয়া ১১ জয়ে সংগ্রহ করেছে ১৪৮ পয়েন্ট, জয়ের হার ৬৮.৫২ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা ভারতের সংগ্রহ ১২৩ পয়েন্ট, জয়ের হার ৬০.২৯ শতাংশ।

আহমেদাবাদ টেস্ট ভারত যদি হেরে যায়, তাহলেও তাদের সর্বনিম্ন জয়ের হার হবে ৫৭ শতাংশ। আর শ্রীলঙ্কা যদি পরের টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়েও দেয়, তারপরও তাদের সর্বোচ্চ জয়ের হার হবে ৫৬ শতাংশ। তাই, ফাইনালের আগেই রোমাঞ্চ ছড়িয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপ।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷