ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

নেতৃত্বে নিজের শেষ দেখছেন স্মিথ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৫ মার্চ ২০২৩ ০৪:৪১

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ চলমান বর্ডার-গাভাস্কর ট্রফির প্রথম দুই টেস্ট ভুলে যেতে চাইবে অস্ট্রেলিয়া। বিপরীতে তৃতীয় টেস্ট স্মৃতির পাতায় গেঁথে থাকবে ভালোভাবেই। ইন্দোরে একদিকে ভারতকে স্পিন ফাঁদে বিপর্যস্ত করে জয় তুলেছে। অপরদিকে টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল নিশ্চিত হয়েছে দলটির।

ভারতের মাটিতে নেতৃত্বে ব্যর্থ ছিলেন প্যাট কামিন্স। প্রথম দুই টেস্ট হারের পর মায়ের অসুস্থতার কারণে ফিরেছিলেন নিজ দেশে। তৃতীয় টেস্টে দলকে লিড করেছেন স্টিভেন স্মিথ। তার নেতৃত্বে ৯ উইকেটে জয় পেয়েছে সফরকারীরা। এমন জয়ের পর ক্রিকেট পাড়ায় তার নেতৃত্ব নিয়ে চলছে দারুণ প্রশংসা। অনেকের চাওয়া নতুন করে স্মিথকে অজিদের নেতৃত্ব দেয়া প্রয়োজন। তবে স্মিথ নেতৃত্বে নিজের শেষ দেখছেন।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক জানিয়েছেন, অধিনায়ক হিসেবে তার সময় শেষ হয়ে গেছে। স্মিথ বলেন, ‘আমার সময় শেষ হয়ে গেছে। এটা এখন প্যাটের (কামিন্সের) দল।’

ভারতীয় কন্ডিশনে ম্যাচে প্রভাব রাখা কষ্টকর। তারপরেও এমন উইকেটে নেতৃত্ব উপভোগ করেন স্মিথ।

নেতৃত্ব নিয়ে স্মিথ বলেন, ‘এই কন্ডিশনে আমি অধিনায়কত্ব উপভোগ করি। কারণ, আমি কন্ডিশনটা বেশ ভালো বুঝি। এখানকার কন্ডিশনটা দুনিয়ার অন্য যেকোনো জায়গা থেকে আলাদা।’

তিনি আরও বলেন, ‘প্রতিটি বলই যেন এক একটি ইভেন্ট। এখানে একটি বল পরের বলকে প্রভাবিত করতে পারে। আমি ক্রিকেটারদের ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পছন্দ করি। এই সপ্তাহটা দারুণ উপভোগ করছি।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷