ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

সাদা বলের ক্রিকেটে নতুন নেতা পেল ক্যারিবীয়রা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৩৮

পাওয়েল ও হোপের কাঁধে গুরু দায়িত্ব। ফাইল ছবি পাওয়েল ও হোপের কাঁধে গুরু দায়িত্ব। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ গত টি-টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছেতাই পারফর্ম করেছে দুই বারের বিশ্বকাপ জয়ী দল ওয়েস্ট ইন্ডিজ। দলের এমন হতশ্রী পারফরম্যান্সে ক্যারিবিয়ানদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান নিকোলাস পুরান। এতোদিন তাই সাদা বলের ক্রিকেটে অধিনায়ক শূন্য ছিল ক্যারিবিয়ানরা। এবার সাদা বলের দুই ফরম্যাটে আলাদা আলাদা অধিনায়ক ঘোষণা করেছে দেশটি।

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলের নেতৃত্ব দেওয়া হয়েছে ওপেনার শাই হোপকে। অন্যদিকে সংক্ষিপ্ত ফরম্যাটে রভম্যান পাওয়েলের উপর আস্থা রাখছে ক্যারিবিয়ানরা। আগামী ১৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থেকেই ক্যারিবিয়ান দায়িত্ব উঠছে এই দুইয়ের কাছে।

অধিনায়কত্ব পেয়েই শাই হোপ বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ দলের অধিনায়ক নিযুক্ত হওয়া একটি অসাধারণ সম্মান এবং বিশেষত্বের বিষয়। এমন একটি দলের নেতৃত্ব দেওয়া শুধু আমার এবং আমার সতীর্থদের জন্যই নয়, বিশ্বজুড়ে আমাদের সমর্থকদের জন্য এমন অবিশ্বাস্য গুরুত্বপূর্ণ, এটি এমন কিছু যা একজন ছোটবেলা থেকেই স্বপ্ন দেখে। একটি শিশু হিসাবে। আমাদের অঞ্চল এবং আমাদের ক্রিকেটের ব্র্যান্ড যে সমৃদ্ধ ইতিহাস এবং উত্তরাধিকারের জন্য এত বিখ্যাত এবং প্রিয়, তার জন্য কোনও জটিল ব্যাখ্যার প্রয়োজন নেই,

অন্যদিকে টি-টোয়েন্টি অধিনায়ক রভম্যান পাওয়েল বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আমি সত্যিই আনন্দিত এবং কৃতজ্ঞ। আমার জন্য, এটি একটি বিশাল আস্থার ভোট এবং আমি এটিকে আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্মান হিসাবে দেখছি। ক্যারিবিয়ান জনগণের জন্য, এই অঞ্চলে ক্রিকেটে এর চেয়ে বড় কোনো ভূমিকা নেই - একটি চাকরি যা আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সবচেয়ে বড় সেবকদের হাতে ছিল।’

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷