ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মরগান

নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:১১

ছবিঃ ফাইল ফটো। ছবিঃ ফাইল ফটো।

নিউজ ডেস্কঃ ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগান সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। অজি কাপ্তান অ্যারন ফিঞ্চের অবসরের দিন কয়েক পরেই আসলো আরও এক কিংবদন্তীর অবসরের ঘোষণা।

সদ্য শেষ হওয়া এসএ টি-টুয়েন্টিতে পার্ল রয়েলসের হয়ে খেলেছিলেন তিনি। উল্লেখ্য, ইংল্যান্ডকে প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপ এনে দিয়েছিলেন মরগান। আয়ারল্যান্ডে নিজের ক্রিকেট অভিষেক হলেও পরে ইংল্যান্ডে পাড়ি জমিয়ে সেখানেই থিতু হন ক্রিকেট নিয়ে।

নিজের টুইটার অ্যাকাউন্টে অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। আগামীতে নিজের পরিবারকে সময় দেবার কথা তিনি জানিয়েছেন। তিনি আরও বলেন, ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। ক্রিকেটের জন্য আমি পুরো পৃথিবী ঘুরতে পেরেছি এবং অনেক গ্রেট মানুষদের সাথে পরিচিত হতে পেরেছি।

আমি ক্রিকেটের সাথেই থাকবো, তবে সেটা কমেন্ট্রি বক্সে। বিভিন্ন ফ্যাঞ্জাইজি টুর্নামেন্টে আপনারা আমাকে দেখতে পারবেন।

 

নট আউট/ডব্লিউআর।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷