ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

পিসিবির প্রধান নির্বাচকের দায়িত্বে শহিদ আফ্রিদি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২২ ০৬:৩০

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচকের দায়িত্ব থেকে মোহাম্মদ ওয়াসিমকে বরখাস্তের পর নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে দেশটির সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদিকে। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে পিসিবি।

 

নির্বাচক কমিটি নিয়ে পিসিবির নতুন সভাপতি নাজাম শেঠি বলেন, 'আমি জাতীয় দলের অন্তর্বর্তীকালীন নির্বাচক কমিটিকে স্বাগত জানাচ্ছি। আমার কোন সন্দেহ নেই যে এই সীমিত সময়েও তারা সাহসী সিদ্ধান্ত নিবে। যা আমাদের নিউজিল্যান্ডের বিপক্ষে শক্ত ও প্রতিযোগিতামূলক দল গড়তে সাহায্য করবে।'

 

নিজের দায়িত্ব নিয়ে আফ্রিদি বলেন, 'আমি গর্বিত এই দায়িত্ব পেয়ে। আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চটা দিব। আমি দ্রুতই একটি সভা ডাকব যেখানে নির্বাচকদের সঙ্গে আগামী ম্যাচগুলো নিয়ে পরিকল্পনা জানাব।'

 

ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই রমিজ রাজাসহ সকলের দায়িত্ব হারানোর গুঞ্জন প্রবল হয়েছিল। দিন কয়েক আগেই সেই গুঞ্জন সত্যি হয়েছে। 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷