ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

অধিনায়কত্ব নিয়ে গর্বিত বাবর, এখনই ছাড়তে চান না নেতৃত্ব

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২২ ২১:১২

বাবর আজম। ছবি সংগৃহীত বাবর আজম। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবার টানা চার ম্যাচ ঘরের মাটিতে হেরেছে পাকিস্তান ক্রিকেট দল। গেল মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর চলমান মাসে ইংলিশদের কাছে হোয়াইটওয়াশ হয়েছে দলটি। দলের এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে বাবর আজমের নেতৃত্ব নিয়ে। অবশ্যই এখনই নেতৃত্ব ছাড়তে রাজি নন পাক কাপ্তান। 

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচ হারের পর নেতৃত্ব নিয়ে এক প্রশ্নে বাবর বলেছেন, 'আমার কাছে অধিনায়কত্ব গর্বের বিষয়। আমার দেশের জন্য যেটা ভালো হবে, আমি সেটাই করব। আমার নিজের জন্যেও সেটা করব। আমি যখন চাপের মধ্যে থাকি তখন এটা (অধিনায়কত্ব) বেশি উপভোগ করি। চাপ আমার ব্যাটিংয়ের উপর প্রভাব ফেলতে পারে না।'

 

টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের আক্রমণাত্মক নীতিতে পরাস্ত বিপক্ষ দলগুলো। ঘরের মাঠে সফকারীদের বিপক্ষে মানিয়ে নিতে পারেনি বলে মন্তব্য করেছেন বাবর আজম। 

সংবাদ সম্মেলনে বাবর আজম বলেন, 'এই সিরিজে আমরা মানিয়ে নিতে পারিনি। আমার কাছে পাকিস্তান প্রথমে তারপর সবকিছু। অধিনায়ক হিসেবে আমি বাকি ক্রিকেটারদেরকে রক্ষা করার চেষ্টা করি সব সময়। কোচেরা পরিকল্পনা দেয়। মাঠে নেমে সেই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব আমাদের। দুর্ভাগ্য আমাদের বেশ কিছু প্রথম সারির পেসারকে এবার পাইনি। নতুনরা আমাদের পরিকল্পনা সঠিকভাবে কাজে লাগাতে পারেনি।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷