ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

তিন সিরিজের সূচি প্রকাশ ভারতের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২২ ০৫:০৩

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ আগামী মৌসুমে ঘরের মাঠে শ্রীলংকা,নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ভারতীয় দল। এই তিন সিরিজের সূচি প্রকাশ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

 

আগামী জানুয়ারিতে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে ভারত। ৩ জানুয়ারি মুম্বাই, ৫ জানুয়ারি পুনে ও ৭ জানুয়ারি রাজকোটে অনুষ্ঠিত হবে এই সিরিজের তিনটি ম্যাচ।শ্রীলংকার বিপক্ষে ভারতের ওয়ানডে সিরিজ যথাক্রমে ১০, ১২ ও ১৫ জানুয়ারি। ম্যাচ তিনটিগৌহাটি, কলকাতা ও ত্রিভান্দ্রামে অনুষ্ঠিত হবে।

 

জানুয়ারির মাঝামাঝি সময়ে ভারত আসবে নিউজিল্যান্ড।  ১৮, ২১ ও ২৪ জানুয়ারি কিউইদের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে ভারত। ভেন্যু যথাক্রমে হায়দরাবাদ, রায়পুর এবং ইন্দোর।মাসের শেষের দিক অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের প্রথমটি অনুষ্ঠিত হবে ২৭ জানুয়ারি, আর শেষটি ১ ফেব্রুয়ারী। মাঝেরটি ২৯ জানুয়ারী। তিন ম্যাচের ভেন্যু যথাক্রমে রঞ্চি, লক্ষ্ণৌ ও আহমেদাবাদ।

 

শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডকে পালাক্রমে বিদায় করে অস্ট্রেলিয়া সিরিজে মনোনিবেশ করবে ভারত। ৯-১৩ ফেব্রুয়ারি নাগপুর টেস্টের মধ্য দিয়ে শুরু হবে বর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজ।

 

সিরিজের বাকি তিনটি টেস্ট শুরু হবে ১৭ ফেব্রুয়ারি (দিল্লি টেস্ট), ১ মার্চ (ধর্মশালা টেস্ট) এবং ৯ মার্চ (আহমেদাবাদ টেস্ট)। চার ম্যাচের এই টেস্ট সিরিজের পর তিনটি ওয়ানডে খেলবে ভারত ও অস্ট্রেলিয়া।

এই দুই দলের ওয়ানডে ম্যাচগুলো হবে ১৭, ১৯ ও ২২ মার্চ। ভেন্যু যথাক্রমে মুম্বাই, ভিজাগ ও চেন্নাই। এই সিরিজের মধ্য দিয়ে ঘরের মাঠে ভারতের হোম সিরিজ মিশন শেষ হবে।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷