ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

সিরিজ হেরে মুম্বাইয়ের বিমান ধরছেন রোহিত

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২২ ১০:০৯

ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা। গেটি ইমেজ ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ খুইয়েছে সফরকারী ভারত। হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে মাঠে নামার আগেই বড় দুঃসংবাদ পেয়েছে দলটি। চোটের কারণে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে অধিনায়ক রোহিত শর্মাসহ আরও দুই ক্রিকেটার ছিটকে গেলেন।

বাংলাদেশ ইনিংসের দ্বিতীয় ওভারে, মোহাম্মদ সিরাজের বলে স্লিপে ক্যাচ তুলে দিয়েছিলেন টাইগার ওপেনার এনামুল হক বিজয়। সেই ক্যাচ ধরতে গিয়েই আঙুলে চোট পান ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এরপরেই তাকে ছাড়তে হয়েছিল মাঠ, যেতে হয়েছিল হাসপাতালেও।

যার কারণে এদিন ভারতের ইনিংসে ওপেনিং আসেননি ব্যাট করতে। তবে, দলের অবস্থা যখন খারাপ হচ্ছিল ঠিক তখন ৯ নম্বরে আসেন ব্যাট করতে। ব্যাথা নাশক ওষুধ খেয়ে করেছিলেন শেষ পর্যন্ত চেষ্টা। তুলে নিয়েছিলেন দুর্দান্ত হাফ সেঞ্চুরিও৷ তবে শেষ রক্ষে আর করতে পারেননি। রোহিতের দারুণ চেষ্টার পরও ভারত হেরেছে ৫ রানের জন্য।

দুর্দান্ত ইনিংস খেলে দলকে জেতাতে না পারলেও রোহিত যে ভক্তদের মন জিতে নিয়েছেন তা প্রত্যাশিত বলা চলে। তবে, ম্যাচ শেষেই ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় দিয়েছে দুঃসংবাদ। হাতের আঙ্গুলের চিকিৎসার জন্য মুম্বাই ফিরে যাচ্ছেন রোহিত শর্মা। যার কারণে সিরিজের বাকি ওয়ানডেতে নিশ্চিতভাবেই খেলা হচ্ছে না তার। শঙ্কা রয়েছে টেস্ট সিরিজে পাওয়া নিয়েও।

এদিকে রোহিতের ছিটকে যাওয়ার দিনে, ছিটকে গেছেন আরও দুই ভারতীয় ক্রিকেটার। তারা হলেন, পেসার দীপক চাহার ও কুলদীপ সেন।

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷