ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ম্যাচ হারার ঝুঁকি থাকলেও ড্র’র চিন্তা করতে চায়না ইংল্যান্ড

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২২ ২১:০৭

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ সাদা পোষাকের ক্রিকেট নিয়ে যখন মাথাব্যাথা বৃদ্ধি পাচ্ছে মানুষের তখন অন্য এক পর্যায়ে নিজেদের নিয়ে যাচ্ছে ইংল্যান্ড ক্রিকেট দল। অধিনায়ক বেন স্টোকস ও হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম যে আগ্রাসনের প্রতিফলন চালু করেছে এই সংস্করণে তাতে করে সমর্থকদের আগ্রহ কমার কথা নয়। নিজেদের আক্রমণাত্মক মানসিকতা চালিয়ে যেতে চায় বেন স্টোকস। 

 

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে দুঃসাহসিকতা দেখিয়েছে থ্রি লায়ন্সরা। ম্যাচ জিততে শেষ সেশনে স্বাগতিকদের প্রয়োজন ছিল মাত্র ৮৬ রান। হাতে পাঁচ উইকেট থাকলেও বাবর বাহিনী তা করতে পারেনি। শেষ ৯ রানেই হারিয়েছিল হাতে থাকা সবকয়টি উইকেট। 

 

স্টোকস বলেন, 'আমরা এখানে প্রতিটি ম্যাচ জেতার জন্যই খেলবো। যদি আবারও আমরা একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হই তাহলে একই কাজ করবো।'

'এটা সবসময় কাজে লাগবে না। সবসময় আপনার পক্ষে যাবে না। আপনি যদি ম্যাচ হারার মতো ঝুঁকি নিতে পারেন এবং সাহস দেখাতে পারেন তাহলে এটা আনন্দদায়ক হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এভাবেই টেস্ট ক্রিকেট খেলা উচিত।'-তিনি আরও যোগ করেন।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷