ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

হৃদযন্ত্রের জটিলতায় হাসপাতালে ভর্তি পন্টিং

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২২ ০৩:৩৮

রিকি পন্টিং। ছবি সংগৃহীত রিকি পন্টিং। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিং অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ সকাল থেকে তিনি অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের পার্থ টেস্টে ধারাভাষ্য দিচ্ছিলেন। এর মাঝেই আচমকা অসুস্থ হয়ে পড়লে তাকে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ককে পার্থের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

'ডেইলি মেইল' জানিয়েছে, হৃদযন্ত্রের জটিলতায় আক্রান্ত হয়েছেন পন্টিং।

 


অবশ্য তারা দাবি করেছে, পন্টিংয়ের অসুস্থতা অনেকটা মাথা ঘোরার মতো সমস্যা। তবু নিশ্চিত হতে হাসপাতালে নিয়ে তার চেকআপ করানো হচ্ছে। টেস্ট ম্যাচটির তৃতীয় দিন দুপুরের পরই মাঠ ছেড়ে হোটেলে চলে যান পন্টিং। এরপর আর মাঠে ফেরেননি।

 


উল্লেখ্য, অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার চলমান পার্থ টেস্টে চ্যানেল সেভেনের হয়ে ধারাভাষ্য দিচ্ছিলেন পন্টিং। চ্যানেল সেভেন-এর একজন মুখপাত্র বলেছেন, 'রিকি পন্টিং অসুস্থ এবং আজকের ম্যাচের বাকি সময় ধারাভাষ্য দেবেন না। ' 'ডেইলি মেইল' জানিয়েছে, পন্টিং তার সহ-ধারাভাষ্যকারদের বলেছেন- 'সব ঠিক আছে'।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷