ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

রোহিত-কোহলিদের বিদেশী লিগ খেলার বিপক্ষে শাস্ত্রী

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২ ০৫:৩০

ছবি সংগৃহীত। ছবি সংগৃহীত।

নট আউট ডেস্কঃ ২০০৮ সালে অনুষ্ঠিত হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম আসর। সময়ের ব্যবধানে আইপিএলের জনপ্রিয়তা যত বেড়েছে দেশটির ক্রিকেট বৈশ্বিক আসরে ততই নতজানু হয়েছে। বিশেষ করে ক্রিকেটর ক্ষুদ্র সংস্করণে। 

 

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের চ্যাম্পিয়নরা এরপর স্বাদ পায়নি ট্রফি জয়ের। সদ্য সমাপ্ত আসরে সেমিফাইনালে বড় ব্যবধানে হারের পর কথা উঠেছে আইপিএল নিয়ে। অনেকের মতে আইপিএলের পাশাপাশি বিদেশী লিগগুলোতে খেলা উচিত ভারতীয়দের। যদিও রবি শাস্ত্র কোনভাবেই চাচ্ছেন না রোহিত-কোহলিদের বিদেশী লিগে খেলার প্রয়োজন দেখছে না। 

 

শাস্ত্রী বলেন, 'তাদের বাইরের দেশের লিগে খেলার কোনোই প্রয়োজন নেই। তারা আইপিএলে ভালোই খেলছে এবং ঘরোয়াতে মনোযোগ দিচ্ছে। ভারতের হয়ে ঘরোয়া ক্রিকেটে তাদের আরও মনোযোগ দেয়া উচিত।'

 

'আমাদের ক্রিকেট সিস্টেমে যথেষ্ট ঘরোয়া ক্রিকেট আছে। সবাই এখানে সুযোগের অপেক্ষায় থাকে। এর পাশাপাশি ভারতের 'এ' দলের হয়েও আপনি সফর পাচ্ছেন। অন্যান্য সফরও পাচ্ছেন। সামনে এমনও দেখবেন একই সঙ্গে ভারতের দুটি দল দুই দেশে খেলছে।'

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷