ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

তিন ফরম্যাটেই খেলে যেতে চান উইলিয়ামসন

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২২ ০২:৩০

কেন উইলিয়ামসন। ছবি সংগৃহীত কেন উইলিয়ামসন। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল হেরেছিল নিউজিল্যান্ড। খুব কাছে গিয়েও সফল না হওয়ায় ধারণা করা হয়েছিল নেতৃত্ব ছাড়ার পাশাপাশি উইলিয়ামসন বিদায় বলতে পারেন এই সংস্করণকে। তবে এখনই কোন ফরম্যাটকে বিদায়ের চিন্তা নেই বলে জানিয়েছেন কিউই অধিনায়ক। 

 

উইলিয়ামসন বলেন, 'হ্যাঁ, আমি সব ফরম্যাটের ক্রিকেট খেলতেই ভালোবাসি। তিন ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়ার যে চ্যালেঞ্জ সেটা আমি উপভোগ করি। তবে এটাও বলব, তিন ফরম্যাটে স্ট্রাইকের মধ্যে সামঞ্জস্য আনাও জরুরী। এটাও গুরুত্বপূর্ণ।'

 

'এই জায়গাতে সবার জন্যই কিছু না কিছু চ্যালেঞ্জ থাকে। কিছু ক্রিকেটার এমনও আছে যারা লম্বা সময় ধরে এসব নিয়ন্ত্রণ করে খেলছে। এই দিকটায় আপনার পরিষ্কার ধারণা থাকা জরুরী। সতেজ থাকা জরুরী, যাতে করে দলের যা প্রয়োজন সেটা দিতে আপনি মুখিয়ে থাকেন।'

 

এদিকে কেন উইলিয়ামসনের সঙ্গে আট বছরের সম্পর্ক শেষ করেছে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের আগামী আসরের নিলামের জন্য উইলিয়ামসনকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷