ঢাকা | শনিবার, ১৮ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

ভারতের টি-টোয়েন্টি দলের ডিরেক্টর হচ্ছেন ধোনি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২২ ০৮:১২

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

 

বারবার ট্রফি জয়ের খুব কাছে গিয়ে ব্যর্থ ভারতীয় দল৷ হবে হবে করেও কোনভাবেই নিজেদের করে পাওয়া হচ্ছে না সাজানো সেই ট্রফিকে৷ ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে নতুন ছক সাজাচ্ছে দেশটির ক্রিকেট বোর্ড৷ সেই ছকে জায়গা পাচ্ছেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক মহেন্দ্রে সিং ধোনি৷

ভারতীয় টি-টোয়েন্টি দলের ডিরেক্টর করা পারে ক্যাপ্টেন কুলকে৷ দেশটির ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা এমনটিই জানিয়েছেন দ্য টেলিগ্রাফ সংবাদ মাধ্যমকে৷

বিসিসিআইয়ের সেই কর্মকর্তা 'দ্যা টেলিগ্রাফ'কে বলেছে, 'বিসিসিআইতে একটা বিষয় নিয়ে আলোচনা চলছে। তা হচ্ছে টি-টোয়েন্টি দলে মহেন্দ্র সিং ধোনিকে অন্তর্ভুক্ত করা নিয়ে। দক্ষতা নিয়ে দলের ক্রিকেটাররা যেন আইসিসির ইভেন্টগুলোতে নির্ভীক ক্রিকেট খেলতে পারে এ কারণেই আলোচনা চলছে।'

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর ভারতীয় দলের সঙ্গে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে (২০২১) অবশ্য মেন্টর হিসেবে যোগ দিয়েছিলেন ধোনি। যদিও সেই বিশ্বকাপে সেমিফাইনালেও উঠতে পারেনি ভারত।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷