ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

পাকিস্তানে সন্ত্রাসী হামলা, সফর নিয়ে উদ্বিগ্ন উড!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৬ নভেম্বর ২০২২ ০৫:৫৪

মার্ক উড। ছবি সংগৃহীত মার্ক উড। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটর সুদিন ফিরলেও আবারও কালো মেঘে ঢেকে যাওয়ার সম্ভাবনা জেগেছে। মূলত দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে দিন কয়েক আগেই। এমন অবস্থায় পাকিস্তান সফরে যাওয়া নিয়ে উদ্বিগ্ন ইংল্যান্ডের ফাস্ট বোলার মার্ক উড।

 

বিশ্বকাপের পর টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরের কথা রয়েছে ইংল্যান্ডের। এর আগে ৭ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে সফলতা নিয়ে দেশে ফিরেছিল ইংলিশরা। সেসময়ের নিরাপত্তায় খুশি ছিল দলটি। 

 

ইমরান খানের উপর হামনা নিয়ে উড বলেন, ‘প্রথম কথা হচ্ছে তিনি একজন সাবেক ক্রিকেটার। সুতরাং আমাদের কাছেরই একজন। তাঁর ওপর হামলার ঘটনাটি শুনে আমাদের গোটা দলই ব্যথিত হয়েছে।’

 

পাকিস্তান সফর নিয়ে নিজের ভাবনায় উড বলেন, ‘আমরা যখন গিয়েছিলাম, তখনকার নিরাপত্তাব্যবস্থা ছিল খুবই চমৎকার। আমাদের আসলেই ভালো লেগেছিল। তবে এখন যা ঘটছে, আমি যদি বলি যে উদ্বিগ্ন নই, সেটা মিথ্যা বলা হবে। একজন ক্রিকেটার হিসেবে সেখানে এখন যাওয়াটা অবশ্যই দুশ্চিন্তায় ফেলে দিয়েছে।’

 

সিরিজে যাওয়া না যাওয়ার বিষয়ে নিজে কোন সিদ্ধান্ত নিতে চান না এই পেসার। সমস্তকিছু ছেড়ে দিতে চান বোর্ডের উপর। 

 

উড বলেন, ‘ওই দেশে যে অস্থিরতা চলছে, সেটা নিয়ে আলাপ করা ওদেরই কাজ, আমাদের নয়। আমরা আমাদের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের ওপর আস্থা রাখি। ওরা যদি বলে যে যাওয়াটা নিরাপদ, তাহলে কোনো সমস্যা নেই। আমি জানি না, সফরের বিষয়ে সিদ্ধান্ত বদলানো হবে কি না।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷