ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

চলে গেলেন ওয়ানডে ক্রিকেটের প্রথম উইকেট শিকারি!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২ নভেম্বর ২০২২ ২২:৪২

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ মারা গেলেন ওয়ানডে ক্রিকেট ইতিহাসের প্রথম উইকেট শিকারী অ্যালান লয়েড থমসন। এই সাবেক অজি ক্রিকেটারের ক্যারিয়ারে ওয়ানডে ম্যাচের সংখ্যাও এক। মৃত্যুকালে থমসনের বয়স হয়েছিল ৭৬। 

ঘরোয়া ক্রিকেটে এই নায়কের ওয়ানডে খেলাও হয়েছিল কাকতালীয়ভাবে। ১৯৭০-৭১ মৌসুমে সাত টেস্টের অ্যাশেজ সিরিজে ডাক পেয়েছিলেন এই ডানহাতি পেসার। প্রথম দুই ম্যাচে সুযোগ পেলেও তৃতীয় ম্যাচে একাদশে সুযোগ হারান থমসন। মেলবোর্নে সেই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে দুই দলের সম্মতিতে ওয়ানডে ক্রিকেট খেলার সিদ্ধান্ত নেওয়া হয়। 

 

প্রতি ৮ বলে এক ওভার ধরে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ৪০ওভারের। ইতিহাস স্বীকৃত সেটিই প্রথম ওয়ানডে ম্যাচ। ৫ জানুয়ারিতে হওয়া সেই ম্যাচে ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসে উইকেট পায় থমসন। তার করা শট ডেলিভারিতে ক্যাচ আউট হয় জেস বয়কট। অস্ট্রেলিয়ার জয় পাওয়া ম্যাচে ৮ ওভারে ২২ রান দিয়ে এক উইকেট নিয়েছিলেন থমসন।

 

ফ্রগি হিসেবে পরিচিত থমসন প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৪ ম্যাচে ১৮৪ উইকেট নিয়েছেন। খেলোয়াড়ি হিসেবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা করেছেন তিনি। ভিক্টোরিয়ার ফুটবল লিগে ফিল্ড আম্পায়ার হিসেবে কাজ করার অভিজ্ঞতাও আছে থমসনের।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷