ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

বিসিসিআইয়ে সৌরভ অধ্যায়ের সমাপ্তি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২২ ০০:২৭

সৌরভ গাঙ্গুলী। ছবি সংগৃহীত সৌরভ গাঙ্গুলী। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হলেন দেশটির বিশ্বকাপ জয়ী সদস্য রজার বিন্নী। যার মধ্য দিয়ে সৌরভ গাঙ্গুলী অধ্যায়ের। অবশ্য অধ্যায় যে শেষ হচ্ছে তা আগেই স্পষ্ট ছিল। কেননা সভাপতি নির্বাচনে সৌরভ মনোনয়ন পত্র জমা দেয়নি। 

 

২০১৯ সালে ক্রিকেট ইন্ডিয়ার দায়িত্বে এসেছিলেন সৌরভ। তার সঙ্গে কাজ করেছিলেন অমিতপুত্র। এবার বিন্নীর সাথে দেখা যাবে সচিব জয় শাহকে। 

 

৬৭ বছরের বিন্নী ২৭টি টেস্ট এবং ৭২টি এক দিনের ম্যাচ খেলেছেন। কর্ণাটক ক্রিকেট সংস্থার প্রধান ছিলেন তিনি। এ বার গোটা দেশের ক্রিকেট প্রশাসনের দায়িত্ব তাঁর কাঁধে।

 

ক্রিকেট প্রশাসনের কাজ অবশ্য এখনই ছেড়ে দিতে চাননা সৌরভ। সিদ্ধান্ত নিয়েছেন, ২০১৯ সালে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হওয়ার আগে যেখানে ছিলেন, সেই ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলেই (সিএবি) ফিরে যাবেন।

বিষয়টি নিশ্চিত করে সৌরভ পিটিআইকে বলেন, ‘হ্যাঁ, সিএবি নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করব। আগেও পাঁচ বছর কাজ করেছি। আইন অনুসারে আরও চার বছর করতে পারব। ২০ অক্টোবরের মধ্যে প্যানেল চূড়ান্ত করে ২২ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার পরিকল্পনা আছে।’

 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷