ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

ফেভারিট নয়, বিশ্বকাপে ইংল্যান্ড বিপদজ্জনক দল-বাটলার

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২ ০২:০৮

জস বাটলার। ছবি সংগৃহীত জস বাটলার। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বৈশ্বিক আসর থেকে শুরু করে দ্বিপাক্ষিক সিরিজ। সবখানেই বহুল প্রচারিত কথাগুলোর একটি ফেভারিট। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্যই ফেভারিটদের কাতারে উপরের তালিকায় থাকবে ইংল্যান্ড। তবে দলটির অধিনায়ক বলছেন ভিন্ন কথা। নিজের দলকে ফেভারিট মানতে খুব একটা আগ্রহ প্রকাশ করেননি, তবে জানিয়েছেন ইংল্যান্ড বিপদজ্জনক দল। 

 

বাটলার বলেছেন, ‘আমি অবশ্যই আমাদের ফেভারিট হিসেবে দেখছি না। আমি আমাদের একটি বিপজ্জনক দল হিসেবে দেখছি যাদের বিপক্ষে খেলতে গিয়ে দুশ্চিন্তায় থাকবে প্রতিপক্ষ। আপনি আমাদের লাইনআপের দিকে তাকান, আমাদের কিছু প্রতিভাবান খেলোয়াড় আছে, কিছু ম্যাচ জয়ী খেলোয়াড়ও দলে রয়েছে। আমরা শুধু মাঠে নেমে উপভোগ করতে চাই এবং আমাদের প্রতিভা দেখাতে চাই।’

কাফ ইনজুরিতে পাকিস্তান সিরিজে দলের বাইরে থাকা বাটলার আবারও মাঠে নামতে মরিয়া। নিজের ফিটনেস নিয়ে তিনি বললেন, ‘আমি শতভাগ ফিট। দারুণ লাগছে এবং আবারও ক্রিকেট খেলবো ভাবতেই রোমাঞ্চিত। দলে উত্তেজনার স্তর উঁচুতে, কারণ সামনেই বিশ্বকাপ। অস্ট্রেলিয়া সফর করার জন্য দারুণ দেশ।’

 

উল্লেখ্যঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে মহড়া হতে যাচ্ছে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের তিন ম্যাচের সিরিজ। রোববার (৯ অক্টোবর) প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ২০৯ রানের টার্গেট দিয়েছে বাটলারের দল। 

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷