ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

নিজের টাকায় চিকিৎসা নিয়েছেন আফ্রিদি!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২২ ১৯:৩৭

শাহিন শাহ আফ্রিদি। ছবি সংগৃহীত শাহিন শাহ আফ্রিদি। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ স্বাভাবিক নিয়মে ক্রিকেটাররা চোটের চিকিৎসা করাবেন বোর্ডের টাকায়। তবে ভিন্ন ঘটনা ঘটেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডে। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় শাহিন শাহ আফ্রিদি নিজের টাকা চিকিৎসা নিয়েছেন বলে অভিযোগ করেছেন সাবেক গ্রেট শহিদ আফ্রিদি।

 

পাকিস্তান ক্রিকেট নিয়ে সব সময় সরব থাকেন আফ্রিদি। শাহিনের সাথে আফ্রিদির সম্পর্ক শ্বশুড়-জামাতা। শাহিনের হাঁটুর চিকিৎসার জন্য ইংল্যান্ডে ডাক্তার তিনিই ঠিক করে দিয়েছেন বলেও মন্তব্য করেছেন। 

 

একটি টিভি অনুষ্ঠানে শাহিনের চোট নিয়ে কথা বলতে গিয়ে শহিদ আফ্রিদি দাবি করেন, ‘শাহিন শাহ আফ্রিদি ওর নিজের টাকায় ইংল্যান্ডে গিয়েছিল। নিজের খরচে ইংল্যান্ডে থেকেছে। এখান থেকে ডাক্তারের ব্যবস্থা করেছিলাম আমি। তবে ওখানে গিয়ে ও নিজেই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড ওর চিকিৎসার জন্য কিছুই করেনি।’

শহিদ আফ্রিদির এই বক্তব্য ক্রিকেট বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে। পাকিস্তানের সাবেক অধিনায়ক আরও বলেছেন, ‘চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা থেকে শুরু করে, সেই খরচ দেওয়া, হোটেল রুম এবং খাবারের খরচ- সবই ও নিজের পকেট থেকে করেছে। যতদূর আমি জানি, জাকির খান (পাকিস্তান বোর্ডের আন্তর্জাতিক সফরের ডিরেক্টর) তার সাথে ১-২ বার ওর সঙ্গে কথা বলেছিল, কিন্তু ওইটুকুই।’

 

 

নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷