ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন উথাপ্পা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২২ ০১:২৮

রবিন উথাপ্পা। ছবি সংগৃহীত রবিন উথাপ্পা। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ পরিবারকে সময় দিতে সব ধরনের ক্রিকেট বিদায় বললেন রবিন উথাপ্পা। ভারতের বিশ্বকাপ দলের সদস্য ছিলেন তিনি। 

 

উথাপ্পা টুইটারে লিখেছেন, ‘আমার রাজ্য কর্নাটক ও দেশের প্রতিনিধিত্ব করা আমার কাছে সবচেয়ে বড় সম্মানের। সব ভালোরই একটা শেষ আছে। খুব ভারাক্রান্ত মনে আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা জানাচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ।’


ভারতের হয়ে ৪৬টি ওয়ানডে এবং ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন উথাপ্পা। সবমিলিয়ে করেছেন ১১৮৩ রান। ২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই ব্যাটার।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১৪২ ম্যাচ খেলেছেন উথাপ্পা, বেশিরভাগ কর্নাটকের হয়ে। ২২টি সেঞ্চুরিসহ ৪০.৪৬ গড়ে করেছেন ৯৪৪৬ রান। জিতেছেন ঘরোয়া লিগে ট্রেবল।


আইপিএলে তো ছিলেন নিয়মিত পারফরমার। ২০৫টি ম্যাচ খেলে ১৩০.৩৫ স্ট্রাইকরেটে প্রায় পাঁচ হাজার রান (৪৯৫২) করেছেন উথাপ্পা।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷