ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

বিশ্বকাপে পান্ত-কার্তিককে একাদশে চান পূজারা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২২ ২৩:০৫

ঋষভ পান্ত এবং দীনেশ কার্তিক। ছবি সংগৃহীত ঋষভ পান্ত এবং দীনেশ কার্তিক। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ এবারের এশিয়া কাপে ফাইনালের আগেই বিদায় নিতে হয়েছে ভারতকে। পুরো আসরে শেষ দিকে দ্রুত রান তোলার কাজে ব্যর্থ হয়েছে দলটি। এশিয়া কাপের ভুল থেকে শিক্ষা নিয়ে বিশ্বকাপে ঋষভ পান্ত এবং দীনেশ কার্তিককে একাদশে খেলানোর পরামর্শ দিয়েছেন চেতেশ্বর পূজারা। যদিও ভারতীয় ব্যাটিং লাইনে এই দুই উইকেট রক্ষক ব্যাটারকে একসাথে খেলানোর সুযোগ হচ্ছে না। 

 

পূজারা বলেন,  'এশিয়া কাপ আমাদের ভালো যায়নি। ব্যাটিং লাইনআপে আমাদের আরও স্ট্রেংথ দরকার। আমি পাঁচ নম্বরে পান্ত, ছয় নম্বরে হার্দিক এবং সাত নম্বরে কার্তিককে রাখতে চাই। আমার মনে হয় পান্ত এবং কার্তিক- দুজনকেই আমাদের খেলানো উচিত।'

 

জাদেজা না থাকায় কিছুটা ছন্দহীন হয়ে পড়েছে ভারতের একাদশ। যদি কয়েক ওভার বোলিং করানোর জন্য দীপক হুডাকে একাদশে নেয়া হয়, তাহলে পান্তকে বাদ দিতে বলছেন পূজারা।

 

এই টেস্ট বিশেষজ্ঞ ব্যাটার আরও বলেন, 'হুডাকে দিয়ে আপনি যদি বোলিং না করান তাহলে এমন একাদশ নিয়েই খেলা ভালো। যদি হুডা বোলিং করে তাহলে পান্ত একাদশের বাইরে থাকবে এবং হুডা পাঁচ নম্বরে ব্যাটিং করবে।'

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷