ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

কঠিন সময়ে রাহুল দ্রাবিড়!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২২ ০৩:৪০

রাহুল দ্রাবিড়। ছবি সংগৃহীত রাহুল দ্রাবিড়। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ চলতি এশিয়া কাপে শতক পেয়েছেন বিরাট কোহলি, তবে ব্যর্থ হয়েছে ভারত। এই ব্যর্থতার দায় অনেকটায় নিতে হবে কোচ রাহুল দ্রাবিড়কেই। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সাবেক নির্বাচকদেরও একজন মনে করেন, ভারতীয় দলে এটাই দ্রাবিড়ের জন্য কঠিন সময়।

 

এশিয়া কাপ ইতিহাসে সর্বোচ্চবার সফলতা পাওয়া দলটি বিদায় নিয়েছে আগেভাগেই। পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বে জিতলেও হারতে হয়েছে সুপার ফোরে। দল নির্বাচনেও কেউ কেউ করছে সমালোচনা। এদিকে ভারতের সাবেক ক্রিকেটার সাবা করিমের বিশ্বাস আসন্ন অস্ট্রেলিয়া বিশ্বকাপ ও আগামী ওয়ানডে বিশ্বকাপে তার অধীনে ভালো করবে দল এবং এই দুটি আইসিসি ইভেন্টে শিরোপা না জেতা পর্যন্ত স্বস্তি পাবেন না দ্রাবিড়।

 

ভারতের সাবেক এই ক্রিকেটার বলেন, 'রাহুল দ্রাবিড় নিজেও জানে, তার মধুচন্দ্রিমার সময়সীমা যে শেষ! সে নিজের সর্বোচ্চ চেষ্টাটুকু করেছে অসাধারণ কিছু করার জন্য, তবে তার মন মতো এখনও কিছুই হয়নি। যে কেউ আশা করবে, সে দারুণ কিছুই করবে।'

তিনি যোগ করেন 'রাহুল দ্রাবিড়ের জন্য এটা কঠিন সময়। এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আসছে, সামনের বছর ওয়ানডে বিশ্বকাপ আসছে। ভারতে সে যেভাবে চেষ্টা চালাচ্ছে, তাতে এই দুটি আসরে শিরোপা জিতলেই কেবল রাহুল দ্রাবিড় সন্তুষ্ট হতে পারে।'

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷