ঢাকা | সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ভারত ১২ জন নিয়ে খেলে, সাবেক পাকস্তানি কোচ

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২২ ০৫:১২

ভারতীয় ক্রিকেট দল। ছবি সংগৃহীত ভারতীয় ক্রিকেট দল। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ স্বল্প পূঁজি নিয়েও পাকিস্তানি বোলাররা সৃষ্টি করেছিল চরম উত্তেজনার। তবে শেষ দিকে হার্দিক পান্ডিয়ার ঠান্ডা মাথার কল্যাণে জয় পায়নি পাকিস্তান। স্নায়ুচাপ সামলিয়ে লং অনের উপর দিয়ে হাকানো জয়ে ম্যাচের নায়ক পান্ডিয়া। বোলিং এবং ব্যাটিং দুই বিভাগে দূর্দান্ত করে প্রশংসায় ভাসছে এই অলরাউন্ডার। পাকিস্তানের সাবেক কোচ মিকি আর্থারও প্রশংসা করেছে হার্দিকের। সাথে জানিয়েছে হার্দিক দলে থাকা মানে ভারত ১২ জন নিয়ে খেলে। 

 

আর্থার বলেন, হার্দিক পান্ডিয়াকে নিয়ে খেলা মানে ভারত ১২ জন নিয়ে খেলে, ‘হার্দিক পান্ডিয়া দলে থাকা মানে ভারত ১২ জন নিয়ে খেলে। এটা আমাকে স্মরণ করিয়ে দেয় আমাদের সময়ের দক্ষিণ আফ্রিকা দলকে। যখন জ্যাক ক্যালিস আমাদের দলে ছিল। এরকম একজন অলরাউন্ডার দলে থাকা মানে, বল হাতে আপনাদের একজন চতুর্থ পেসার এবং ব্যাট হাতে সেরা পাঁচের একজন ব্যাটসম্যান।’

 

বল হাতে পাকিস্তানকে চেপে ধরার কাজ করেছেন হার্দিক। পাকিস্তানের তিন অস্ত্র মোহাম্মদ রিজওয়ান,ইফতিখার আহমেদ,খুশদিল শাহকে ফিরিয়েছেন বল তিনি। চার ওভারে দিয়েছেন ২৫ রান। যেখানে ডট বলের সংখ্যা ছিল ১০টি। 

 

হার্দিকের প্রশংসা করেছে ভারত অধিনায়কও। রোহিত শর্মা বলেছেন, ‘তার ব্যাটিং নিয়ে আর কী বলবো। আমরা সবাই জানি কতটা ভালো ব্যাটিং করে, বিশেষ করে প্রত্যাবর্তনের পর থেকে দারুণ। সে কী করতে চায় সেটা সম্পর্কে এখন অনেক শান্ত ও আত্মবিশ্বাসী, সেটা ব্যাটিং কিংবা বোলিং যাই হোক না কেন। সে সত্যিই জোরে বল করতে পারে, আজ তার শর্ট বলগুলো সেটার প্রমাণ। নিজের খেলা সম্পর্কে বোঝার ব্যাপার ছিল এবং সে এখন ভালো করছে। রান তাড়া করতে নেমে ওভারপ্রতি ১০ রানও যদি লাগে, সেই চাপের মুহূর্তে আপনি ভয় পেতে পারেন, কিন্তু হার্দিক ভয় পায় না।’ 

 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷