ঢাকা | বৃহঃস্পতিবার, ১৬ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

আশরাফুলের ঝড়ো সেঞ্চুরিতে জিতলো লুলিংটন পার্ক

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২১ আগস্ট ২০২২ ২১:৫৪

মোহাম্মদ আশরাফুল৷ ছবি সংগৃহীত মোহাম্মদ আশরাফুল৷ ছবি সংগৃহীত

স্পেশাল করেসপন্ডেন্ট: ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট লিগের ডিভিশন টু’তে লুলিংটন পার্ক সিসির হয়ে রানের জোয়ার বইয়ে দিচ্ছেন মোহাম্মদ আশরাফুল। ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন ৩৮ বছর বয়সী এই ব্যাটসম্যান। মাইনর কাউন্টির এই লিগে আবারও সেঞ্চুরি করেছেন তিনি। চলতি মৌসুমে ক্লাবটির হয়ে গতকাল তৃতীয় সেঞ্চুরি করেছেন আশরাফুল।


কোয়ার্নডন সিসির বিরুদ্ধে ১১৭ বলে ১৩২ রানের ঝড়ো ইনিংস উপহার দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। তার ইনিংসটি সাজানো ছিল ১৭টি চার ও ১টি ছক্কায়।

এই সেঞ্চুরির খবরটা আশরাফুল তার ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন। পোস্ট করে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! ১১৭ বলে ১৩২ রান, ইংল্যান্ডের মাইনর কাউন্টি লিগে, প্রতিপক্ষ কোয়ার্নডন সিসি। আপনাদের দোয়ায় রাখবেন আমাকে।’


আশরাফুলের এই বিস্ফোরক সেঞ্চুরিতে ম্যাচটাও জিতেছে তার ক্লাব। লুলিংটন পার্ক সিসি ৪৪ রানে হারিয়েছে কোয়ার্নডন সিসিকে।
তার সেঞ্চুরিতে লুলিংটন পার্ক সিসি ৪৫ ওভারের ম্যাচে ৪ উইকেটে ২৭৯ রানের বড় সংগ্রহ গড়েছিল। ওয়ান ডাউনে নেমে ইনিংসের ১১তম ওভারে উইকেটে আসা আশরাফুল আউট হয়েছেন ৪৪তম ওভারে। অ্যালেক্স কুপার ৫৬, জো ইটন অপরাজিত ৩২, টম জোন্স অপরাজিত ৫, হিডারলি ২৬, ফ্রেডি ক্লার্ক ৬ রান করেছেন।


জবাবে কোয়ার্নডন সিসি ৪২.৫ ওভারে ২৩৫ রানে অলআউট হয়েছে।


ব্যাটিংয়ের পর বল হাতেও উইকেট নিয়েছেন আশরাফুল। ১০ ওভারে ১ মেডেনসহ ৩৪ রানে ১ উইকেট পান তিনি।

 

-নট আউট/এমজেএ/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷