ঢাকা | শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

সিরিজ জেতার হুমকি দিয়ে, সিরিজ হারল জিম্বাবুয়ে

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২১ আগস্ট ২০২২ ০৯:২৭

৫ উইকেটের জয়ে সিরিজ ভারতের। গেটি ইমেজ ৫ উইকেটের জয়ে সিরিজ ভারতের। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ দলে নেই নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা সহ, প্রথম সারির প্রায় সব ক্রিকেটার। অন্যদিকে বাংলাদেশকে সিরিজ হারিয়ে রীতিমতো আকাশে উড়ছিল জিম্বাবুয়ে। সিরিজ শুরুর আগেই দ্বিতীয় সারির ভারতীয় দলকে, স্বাগতিকরা দিয়ে রেখেছিল হুমকি। তবে মাঠের খেলায় নূন্যতম লড়াইটুকুই করতে পারেনি জিম্বাবুয়ে। সিরিজ জেতার লক্ষ্য নিয়ে মাঠে নেমে, উল্টো এক ম্যাচ বাকি থাকতেই হেরেছে সিরিজ।

প্রথম ওয়ানডেতে ১০ উইকেটের হারের পর, দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের প্রাপ্তি বলতে কেবল ভারতের ৫ উইকেট তুলতে পারা। হারারেতে সিরিজ নির্ধারনী দ্বিতীয় ম্যাচে সফরকারীদের জয় ৫ উইকেটের। এদিন আগে ব্যাট করে ভারতীয় বোলারদের তোপে মাত্র ১৬১ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে শিখর ধাওয়ান ও শুভমান গিলের ব্যাট থেকে আসে ৩৩ রান করে। শেষ দিকে সঞ্জু স্যামসনের আনবিটেন ৪৩ রানে ভর করে, ২৫ ওভারেই সেই রান টপকে যায় ভারত।

এদিন জিম্বাবুয়ের করা ১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, শুরুতেই অধিনায়ক কেএল রাহুলকে হারায় ভারত। দীর্ঘদিন পর দলে ফেরা ভারতীয় এই ওপেনার ফিরেন ১ রান করে। এরপর দলের হাল ধরেন আগের ম্যাচের দুই হাফ সেঞ্চুরিয়ান শিখর ধাওয়ান ও শুভমান গিল। দ্বিতীয় উইকেটে এই দু'জন যোগ করেন ৪২ রান। টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করা ধাওয়ান ২১ বলে ৩৩ রানে ফিরলে ভাঙে এই জুটি। 

ধাওয়ানের বিদায়ের পর দ্রুত রান তুলতে থাকেন শুভমান গিল। মাঝে ৬ রান করে সাজঘরে ফিরেন ইশান কৃষান। এরপর দলীয় একশ পার করার আগে ফিরেন গিলও। ৬ চারে ৩৪ বলে ৩৩ রান করেন তিনি। এরপর দীপক হুডাকে নিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান সঞ্জু স্যামসন৷ দু'জন মিলে গড়েন পঞ্চাশোর্ধ রানের জোট। দলকে তীরে এনে ২৫ রান করে ফিরেন হুডা। তবে স্যামসনের আনবিটেন ৪৩ রানে ভর করে, ৫ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ফলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নেয় সফরকারীরা।

এর আগে টস হেরে ব্যাট করে, ১৬১ রানেই গুটিয়ে যায় স্বাগতিক জিম্বাবুয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেন শন উইলিয়ামস। এছাড়া ৩৯ রানে অপরাজিত থাকেন রায়ান বার্ল। ভারতের পক্ষে ৩টি উইকেট নেন শার্দুল ঠাকুর।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷